Logo
Logo
×

বাতায়ন

স্মরণ

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ

প্রয়াত বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

সাহাবুদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি। তিনি ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে এবং পরবর্তীকালে ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসাবে নিরপেক্ষ ভূমিকার জন্য প্রশংসিত হন তিনি। ২০২২ সালের ১৯ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম