
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম
নিরাপত্তার পূর্বশর্ত নিয়ম মেনে বাইক চালানো

জায়েদ বিল্লাল খান
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
-67f5919b3b322.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ছোটবেলা থেকেই অনেক ছেলের স্বপ্ন থাকে দুচাকার একটি বাহনের। বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পছন্দের তালিকায় মোটরবাইক স্থান করে নিয়েছে। সারা বিশ্বেই তরুণ থেকে শুরু করে বয়স্কদের জনপ্রিয় বাহন হলো মোটরবাইক। বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মোটরবাইক এখন শুধু একটি বাহনই নয়! এটি গতি ও স্বাধীনতার প্রতীক। কর্মজীবীদের জন্যও এটি একটি প্রয়োজনীয় পরিবহন। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে, যেখানে ট্রাফিক জ্যাম প্রতিদিনের সঙ্গী, সেখানে মোটরবাইকই দ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম সেরা উপায়।
সারা দেশের অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য মোটরবাইক। শহর থেকে গ্রাম, মোটরবাইক আজ সর্বত্র দৃশ্যমান। যাতায়াত খরচ কমানো থেকে শুরু করে কর্মসংস্থান তৈরিতে এর ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত যানবাহনের মধ্যে মোটরবাইকের হার সবচেয়ে বেশি। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর মতো শহরগুলোতে এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। মোটরবাইককে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন বাইকিং কমিউনিটিও তৈরি হয়েছে। এসব কমিউনিটি থেকে মোটরবাইক নিয়ে ট্যুর প্ল্যান এবং বাইকারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়। এ ছাড়া মোটরবাইক নিয়ে ব্লগিং দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে হ্যাঁ, এমন কিছু বাইকার দেখা যায়, যারা বাইক নিয়ে রাস্তায় নামার পর অনেকেই নিজেকে রাস্তার রাজা মনে করে এবং উড়ে উড়ে ঘুরে বেড়াই। এসব বাইকাররা বেপরোয়া গতিতে বাইক চালায়, হুট করে মোড় নেয়। এদের মধ্যে অনেকেরই ট্রাফিক আইন জানা নেই, অনেকের আবার লাইসেন্সও নেই। তবে সঠিক নিয়ম মেনে বাইক চালালে এটি হতে পারে নিরাপদ এবং সময় সাশ্রয়ী একটি বাহন। তাই বাইকারদের উচিত নিয়ম মেনে গাড়ি চালানো। এতে করে নিজে যেমন নিরাপদ থাকবে, তেমনি সড়কও থাকবে ঝুঁকিমুক্ত।
বাইকার ও প্রাবন্ধিক