Logo
Logo
×

দৃষ্টিপাত

খোলাবাজারে পাঠ্যবই কেন

Icon

মোহাম্মদ রাসেল

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খোলাবাজারে পাঠ্যবই কেন

ছবি: সংগৃহীত

দেশের পাঠ্যবই কালোবাজারে বিক্রি হচ্ছে। কী ভয়াবহ! যেখানে এখনো দেশের অনেক বিদ্যালয়ে সব বই দেওয়া যায়নি, সেখানে কালোবাজারে বই বিক্রি করা কতটা ন্যক্কারজনক, সেটাই এখন ভেবে দেখতে হবে। তবে তাদের উদ্দেশ্য কী? নৈরাজ্য নাকি বাণিজ্য-তাও খতিয়ে দেখতে হবে।

এ বছর নতুন সিলেবাস তৈরি করতেই অনেকটা সময় চলে গেছে। তার ওপর আবার কার্যাদেশ দিতেও অনেক সময়ক্ষেপণ হয়েছে। অনেক ছাপাখানার বিরুদ্ধে নিম্নমানের কাগজ ব্যবহারের অভিযোগ ওঠায় অনেক কার্যাদেশ বাতিলও করা হয়েছে। এতেও কিছুটা বিলম্ব হয়েছে। তবে কালোবাজারে যে এখনই বই বিক্রি শুরু হয়েছে, তা-ই নয়, ডিসেম্বর মাস থেকেই বাংলাবাজারে আগের বছরের বই পাওয়া যাচ্ছে।

বই পেতে দেরি হবে জানতে পেরে অনেক অভিভাবক আগেই টাকা দিয়ে বই সংগ্রহ করে রেখেছেন। আবার অনেক জায়গায় বইয়ের ফটোকপি উচ্চদামে বিক্রি হতে দেখা গেছে। কালোবাজারের সিন্ডিকেটধারীদের আইনের কঠোরতা প্রদর্শনে শিথিলতা দেখানোর কোনো অবকাশ নেই। তাহলে ভবিষ্যতে তারা নিয়মের তোয়াক্কা না করে এভাবেই বাইরে বই বিক্রি করতে থাকবে।

সরকারের বিনামূল্যের বই অনেক গরিব ছাত্রছাত্রীদের কিনতে গিয়ে পড়াশোনাই বন্ধ হবে। তাই বলব-দেশের চাহিদা অনুসারে আগে থেকেই বই ছাপানোর কার্যাদেশ যাতে দেওয়া হয়। তাহলে বছরের শেষে এসে ছাপাখানার অরাজকতার মুখোমখি হতে হবে না। শিক্ষার্থীরাও সময়মতো বই হাতে পাবে।

প্রাবন্ধিক, মুন্সীগঞ্জ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম