Logo
Logo
×

দৃষ্টিপাত

অধিভুক্তি কি শাস্তি?

Icon

সাইফুল ইসলাম

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অধিভুক্তি কি শাস্তি?

পরীক্ষা দিলাম আজ পাঁচ মাস হতে চলল; অথচ এখনো ফল প্রকাশ হয়নি। ফলাফল একটা মোটিভেশন; কেউ মানুক আর না মানুক, এটাই সত্য। রেজাল্টের মাঝেই পড়াশোনার আগ্রহ লুকিয়ে থাকে। অথচ সেই রেজাল্ট আটকে রাখা হচ্ছে দিনের পর দিন।

মনে প্রশ্ন জাগে-ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কি আমাদের প্রাপ্য অধিকার ও মর্যাদাটুকু দিচ্ছে, নাকি ব্যবহার করছে? মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে রাজধানীর ৭ কলেজকে। কিন্তু আদৌও কি সেই লক্ষ্য পূরণ হচ্ছে? বিভেদ, ভেদাভেদ, পার্থক্য-যাই বলা হোক না কেন, সবদিক থেকেই পিছিয়ে রাখা হচ্ছে অধিভুক্ত ৭ কলেজকে। এখানে ফল প্রকাশের জন্য করতে হয় আন্দোলন, ফলাফল সমন্বয়ের আবেদন করার পরও ঢাবিতে যেতে হয় বারবার, বিভিন্ন বিভাগের পরীক্ষার জন্যও করতে হয় আন্দোলন। সবকিছু যদি আন্দোলন দিয়েই সমাধান করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা পড়ালেখা করার সুযোগটা পাই কখন? আমাদের সময়ের কি কোনো মূল্য নেই; নাকি ঢাবির অধিভুক্ত এসব কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের এমন শাস্তি দেওয়া হচ্ছে!

শিক্ষার্থী, ঢাকা কলেজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম