Logo
Logo
×

দৃষ্টিপাত

বয়স্কদের জন্য নতুন করে কাবিননামা করা যেতে পারে

Icon

শিল্পী আক্তার

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বয়স্কদের জন্য নতুন করে কাবিননামা করা যেতে পারে

খোঁজ নিলে দেখা যাবে-দেশের বয়স্ক ব্যক্তিদের প্রায় কারোরই বিয়ের কাবিননামা নেই। হাতেগোনা কয়েকজনের পাওয়া যেতে পারে। আমার বাবা-মায়েরই বিয়ের কাবিননামা নেই। এ যাবত প্রয়োজন পড়েনি, তাই আর করাও হয়নি। সেসময় বিয়েতে বর্তমানের মতো এত কাগজ-কলমের আনুষ্ঠানিকতা ছিল না।

আমার ফুপুর বিয়ের কাবিননামার কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ফুপা সরকারি কর্মচারী। সদ্য অবসরে গেছেন। এখন তার পেনশনের টাকা পয়সার ব্যাপারে বিয়ের কাবিননামার প্রয়োজন হয়েছে। কিন্তু সেটা তো নেই। তাই কাবিননামার কাগজের জন্য শুরু হয়েছে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ। এতে যে কী ভোগান্তি, তা কেবল ভুক্তভোগীই জানেন। এ অবস্থায় বয়স্কদের জন্য নতুন করে কাবিননামা সহজভাবে করার বিষয়ে সরকারের আলাদাভাবে উদ্যোগ নেওয়া উচিত।

মহাখালী ওয়্যারলেস গেট, ঢাকা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম