
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

মো. বদরুল ইসলাম
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
জীবনীশক্তি
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসাবে নির্গত হয় কোন গ্যাস? - কার্বন ডাইঅক্সাইড
২। শক্তির মূল উৎস কী? - সূর্য
৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়? - ATP
৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?
- ATP
৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোনো খাদ্য তৈরি করে? - শর্করা
৬। সূর্যালোক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী? - সালোকসংশ্লেষণ
৭। বায়োএনার্জিটিক্সের বাংলা অর্থ লিখ। - জীবনীশক্তি
৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? - জীবনীশক্তি
৯। শর্করার ইংরেজি নাম কী? - কার্বোহাইড্রেট
১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু?
- প্যারেনকাইমা
১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি? - ৪টি
১৩। পানিতে কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে?
- ০.৩%
১৪। সালোকসংশ্লেষণের সময় ADP কী গ্রহণ করে?
- সৌরশক্তি
১৫। ATP-এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়? - ৭৩০০ ক্যালরি
১৬। স্যার হ্যান্স কে ছিলেন? - প্রাণরসায়নবিদ
১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে? - জৈব রসায়ন
১৮। ADP ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে? - ATP
১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?
- জলজ উদ্ভিদের
২০। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
- ০.০৩%
২১। ATP ভেঙে কী উৎপন্ন হয়? - ADP
২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ নয়? - ওয়াটসন ও ক্রিক চক্র
২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে? - পাতায়
২৪। Biological Coin-এর বাংলা অর্থ কী? - জৈবমুদ্রা
২৫। কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? - ফটোসিনথেসিস
২৬। কোন ধরনের শক্তি সালোকসংশ্লেষণের সময় ADP গ্রহণ করে? - সৌরশক্তি
২৭। সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হওয়াকে কী বলে?
- ফটোফসফোরাইলেশন
২৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কী শক্তি উৎপন্ন করে? - রাসায়নিকশক্তি
২৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হয়? - ADP
৩০। ADP-এর পূর্ণরূপ লিখ।
- Adenosine diphosphate
৩১। কিটো এসিড কয় কার্বনবিশিষ্ট যৌগ? - ৬
৩২। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে? - কার্বন ডাইঅক্সাইড
৩৩। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ?
- C3 উদ্ভিদ
৩৪। C3 উদ্ভিদ কাকে বলে? - C3 গতিপথ বা ক্যালভিন চক্র যেসব উদ্ভিদে ঘটে তাদেরকে C3 উদ্ভিদ বলে।
৩৫। C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থের নাম কী?
- অক্সালো এসিটিক অ্যাসিড
৩৬। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়?
- বাতাসে কার্বন ডাইঅক্সাইড-এর পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে
রসায়ন : সাফল্য পেতে লেখাটি পড়ে অনুসরণ কর
স্বপন কুমার মিস্ত্রী
সহকারী অধ্যাপক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়
[পূর্বে প্রকাশিত অংশের পর]
ষষ্ঠ অধ্যায় : মোল, মোলারিটি, মোলার আয়তন ও অ্যাভোগেড্রোর সংখ্যার সংজ্ঞা উদাহরণ এবং গাণিতিক সমস্যা। দ্রবণের ঘনমাত্রা, আয়তন, দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভর নির্ণয়ের গাণিতিক সমস্যা। যৌগে মৌলের শতকরা সংযুতি দিয়ে যৌগের স্থ’ল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। রাসায়নিক সমীকরণ সমতাকরণ পদ্ধতি। সমতাকৃত সমীকরণ থেকে বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণ নির্ণয় (লিমিটিং বিক্রিয়কসহ)।
সপ্তম অধ্যায় : ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখ। একমুখী, উভমুখী, তাপহারী, তাপোৎপাদী, জারণ, বিজারণ ও রেডক্স বিক্রিয়ার সংজ্ঞা এবং উদাহরণ। জারণ সংখ্যা নির্ণয় : HClO4, K2MnO4, KMnO4, Na2S2O3, HNO3, CuSO4, [Fe(CN)6]4-, [Cu(NH3)4]SO4 । জারণ-বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে ব্যাখ্যা। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, প্রশমন, আর্দ্র বিশ্লেষণ, পলিমারকরণ, পানিযোজন, সমাণুকরণ, অধঃক্ষেপণ বিক্রিয়া ও বিক্রিয়ার হারের সংজ্ঞা এবং উদাহরণ। ব্যাখ্যা : ১. সবল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন তাপ স্থির কেন? ২. লোহায় মরিচা পড়া। ৩. Cu এবং Al &এর ক্ষয়রোধ। লা-শ্যাতেলিয়ার নীতি এবং এ নীতির আলোকে বিক্রিয়ার সাম্যাবস্থার ওপর তাপমাত্রা (তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া), চাপ (বিক্রিয়ক এবং উৎপাদের অণুর সংখ্যার ভিত্তিতে) এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা।
অষ্টম অধ্যায় : বন্ধন শক্তির সাহায্যে বিক্রিয়া তাপ (তাপোৎপাদী ও তাপহারী) নির্ণয়। রাসায়নিক শক্তির ব্যবহার। ফটোক্যামিকাল ধোঁয়া, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎদ্বার (অ্যানোড ও ক্যাথোড)-এর সংজ্ঞা এবং উদাহরণ। NaCl(l), NaCl(aq), ও CuSO4-এর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ইলেকট্রোপ্লেটিং, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া এবং চেইন বিক্রিয়ার সংজ্ঞা ও উদাহরণ। ধাতুর বিশোধন ও ডেনিয়াল কোষ (গ্যালভানিক কোষ)। লবণ সেতু এবং এর ব্যবহার।
নবম অধ্যায় : এসিড (HCl, H2SO4(লঘু), H2SO4(Mvp), ও HNO3)-এর সঙ্গে কার্বনেট jeY, Cu, Zn, Mg, NaOH এবং CaO-এর বিক্রিয়া। ব্যাখ্যা : ১. ক্ষার এবং ক্ষারক ২. সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। বিভিন্ন লবণের সঙ্গে ক্ষারের (NaOH) বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার দ্রবণের pH নির্ণয়। pH এবং প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। এসিড বৃষ্টি, পানির খরতা এবং এর দূরীকরণ পদ্ধতি। পানি দূষণ এবং এর নিয়ন্ত্রণ।
দশম অধ্যায় : খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য। ধাতু নিষ্কাশনে ভৌত এবং রাসায়নিক পদ্ধতি। ধাতু নিষ্কাশন : ১. Al2O3 হতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অষ ধাতু নিষ্কাশন। ২. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপর ধাতুর বিশোধন। ৩. বাত্যা চুল্লিতে আয়রণ নিষ্কাশন। বিভিন্ন সংকর ধাতু এবং তাদের ব্যবহার। আয়রণ এবং কপার ধাতু ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ ও প্রতিকার। ইলেকট্রোপ্লেটিং এবং গ্যালভানাইজিং-এর সংজ্ঞা ও উদাহরণ। সালফার হতে H2SO4 প্রস্তুতি। গাঢ় H2SO4-এর অম্ল ধর্ম, জারণ ধর্ম এবং নিরুদন ধর্ম।
একাদশ অধ্যায় (খনিজসম্পদ : জীবাশ্ম) : উদাহরণসহ সংজ্ঞা : জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, পেট্রোলিয়াম গ্যাস, প্যারাফিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সমগোত্রীয় শ্রেণি, অ্যালকেন, অ্যালকিন (অলিফিন) অ্যালকাইল মূলক, পলিমারকরণ (সংযোজন এবং ঘনীভবন) প্লাস্টিক, প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার ও ভিনেগার। প্রস্তুতি : অ্যালকেন, অ্যালকিন. অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। পার্থক্য : ১. জৈব এবং অজৈব যৌগ ২. প্লাস্টিক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। শনাক্তকরণ : ১. অ্যালকিন (ইথিন) ও অ্যালকাইন (ইথাইন)-এর বেয়ার পরীক্ষা ও ব্রোমিন দ্রবণ পরীক্ষা। রূপান্তর : ১. ইথিন হতে পলিথিন ২. ইথিন হতে ইথাইন ৩. ইথাইন হতে ইথিন ৩. ইথানয়িক অ্যাসিড হতে মিথেন ৪. ইথিন হতে ইথাইল অ্যালকোহল ৫. ইথাইন হতে ইথান্যাল, ইথাইল অ্যালকোহল ও ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিডের অম্ল ধর্ম।
দ্বাদশ অধ্যায় : প্রস্তুতি এবং ব্যবহার : বেকিং সোডা, বেকিং পাউডার, কাপড় কাঁচাসোডা, অ্যামোনিয়া ও ইউরিয়া। কৌশল : ১. টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনার দ্বারা পরিষ্কার করা। ২. সাবান ও ডিটারজেন্ট দ্বারা পরিষ্কার করা। ৩. ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের রঙিন দাগ উঠানো এবং জীবাণু ধ্বংস করা। খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব।
প্রশ্নের নম্বর অনুযায়ী সময়কে সঠিকভাবে ভাগ করে নেবে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে রিভিশন দিতে পার। পরিশেষে, বিষয়ভিত্তিক প্রস্তুতির বাইরেও তোমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমে শরীর ও মনকে সুস্থ রাখতে হবে। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম, নিজের ওপর বিশ্বাস, সুশৃঙ্খল জীবনযাপন এবং কঠোর পরিশ্রম নিশ্চয়ই তোমার সাফাল্য বয়ে আনবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা আশানুরূপ পরীক্ষা দিয়ে প্রত্যাশিত ফলাফল অর্জনে সক্ষম হও সে প্রার্থনা করি।