
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৭ এএম

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
শুষ্ক বনাঞ্চলে মাত্রাতিরিক্ত উত্তাপের রেশ ধরে সৃষ্ট আগুন বনজুড়ে ছড়িয়ে পড়ার ঘটনা দাবানল হিসাবে পরিচিত। বনের ভেতর ঘন ঝোপঝাড় এবং পরস্পর সংস্পর্শে থাকা গাছপালা স্বতঃস্ফূর্ত দহনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এমতাবস্থায় ছোট একটি অগ্নিস্ফুলিঙ্গই পুরো বনভূমিকে অঙ্গারে পরিণত করার জন্য যথেষ্ট। এ অগ্নিস্ফুলিঙ্গের নেপথ্যে প্রাকৃতিক ও মনুষ্যঘটিত উভয় কারণই থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে স্ফুলিঙ্গের সাধারণ প্রাকৃতিক কারণ থাকে বজ্রপাত। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে ক্যাম্প ফায়ার, সিগারেটের উচ্ছিষ্ট বা বৈদ্যুতিক যন্ত্রপাতির দুর্ঘটনা ইত্যাদি। দাবানলের ব্যাপ্তি কতটা জায়গাজুড়ে হবে তা স্থানটির ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার ওপর নির্ভর করে। যেমন আশপাশের কোনো স্থান থেকে শুষ্ক ও উত্তপ্ত বাতাসের চাপ, জলবায়ু পরিবর্তন ও দীর্ঘস্থায়ী খরা। উষ্ণ বাতাসের স্থায়িত্বের সঙ্গে আগুন জ্বলতে থাকার মাত্রা সমানুপাতিক হারে বাড়ে।