
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০২:০৮ এএম

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কানামাছি বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার মধ্যে অন্যতম একটি চমৎকার খেলা। এ দেশের সর্বত্র শিশু-কিশোররা এ খেলা খেলে থাকে। কানামাছি খেলার সময় নিচের ছড়াটি বলতে হয়।
‘কানামাছি ভোঁ-ভোঁ/ যারে পাবি তারে ছোঁ’
এ খেলায় কাপড় দিয়ে একজন খেলোয়াড়ের চোখ বেঁধে দেওয়া হয়, সে অন্য বন্ধুদের ধরতে চেষ্টা করে। যার চোখ বাঁধা হয়-তাকে বলা হয় ‘কানা’। অন্যরা ‘মাছি’র মতো তার চারদিক ঘিরে কানামাছি ছড়াটি বলতে বলতে তার গায়ে টোকা দেয়। চোখ বাঁধা অবস্থায় সে অন্যদের ধরার চেষ্টা করে। সে যদি কাউকে ধরতে পারে এবং বলতে পারে তার নাম কী- তবে ধৃত খেলোয়াড়কে ‘কানা’ সাজিয়ে আগের কানা মুক্তি পায় এবং অন্য খেলোয়াড়দের মাঝে ফিরে আসে।
এ খেলা খেলতে শুধু এক টুকরা কাপড় আর কিছুটা জায়গার প্রয়োজন হয়। মাঠ, বাড়ির ছাদ বা ঘরের মধ্যেও এ খেলা খেলতে সমস্যা হয় না। ‘কানা’ যে হবে তাকে একটু হাঁটাহাঁটি করার জায়গা করে দিতে পারলেই হয়। খেলোয়াড়ের সংখ্যা হতে পারে কমপক্ষে তিন।