
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩৩ এএম

চৌধুরী এমদাদুল করিম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
প্রিয় শিক্ষার্থীরা
করোনা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থায় বারবার পরিবর্তন এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে পরিশেষে তোমরা ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ। পরীক্ষা অত্যাসন্ন। শেষ মুহূর্তের এ সময়টা তোমাদের জন্য যে কোনো সময়ের বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ-
* নিয়মিত খাদ্যভাস এবং পরিমিত বিশ্রাম যথাযথভাবে বজায় রাখবে।
* তোমার পঠিত যে বিষয়গুলো পুরোপুরি শেষ হয়েছে সেগুলো রিভিশন দাও। যে বিষয়গুলো বা যে টপিকগুলো এখনো কঠিন বা ঝুঁকিপূর্ণ সেগুলো দ্রুত সমাধান করে নাও।
* নতুন করে কোনো কিছু শেখার বা মুখস্থ করার প্রয়োজন নেই। মনে রেখ, তুমি এতদিন যা পড়েছ বা শিখেছ তাই যথেষ্ট। এখন প্রয়োজন সেগুলো আয়ত্তে রাখা।
* পরীক্ষায় ভালো করার মূলমন্ত্র হলো- ‘নির্ভুল, সুন্দর ও দ্রুতগতি’- এ তিন বিষয়ের সমন্বয়। এ তিনটির যে কোনো একটির ঘাটতি হলে তোমার কাঙ্ক্ষিত ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে।
* পরীক্ষায় অবশ্যই সব প্রশ্নের উত্তর দিবে। মনে রাখবে, যে শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দিবে সে সবচেয়ে ভালো ফলাফল করবে।
* পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকবে। পরীক্ষাকেন্দ্রে বিশেষ করে পরীক্ষাকক্ষে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবে না। কক্ষ পরিদর্শকের নির্দেশনা মেনে চলবে। মনে রাখবে, কর্তৃপক্ষ অসদাচরণের জন্য বিধিমোতাবেক ব্যবস্থা নিতে পারে।
* রেজি: কার্ড, প্রবেশপত্র, কলম, পেন্সিল, রাবার, স্কেল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (পারমিটেড) এসব আগে থেকেই গুছিয়ে ফাইলে রাখবে।
* অতিরিক্ত টেনশন তোমার স্বাস্থ্যঝুঁকির কারণ তাই এ ব্যাপারে সতর্ক থাকবে।
* চুল, নখ আগেভাগেই কাটবে। স্কুলের ইউনিফর্মে পরীক্ষা কেন্দ্রে যাবে।
* পরীক্ষার খাতায় লেখার গতি ধরে রাখতে প্রতিদিন কিছু লেখালেখি করবে।
* সর্বোপরি, সর্বশক্তিমান স্রষ্টার সাহায্য কামনা করবে।
উল্লিখিত বিষয়সমূহ যথাযথভাবে মেনে চলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমার যা প্রস্তুতি রয়েছে তাতে তুমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে- ইনশাআল্লাহ।