Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৫৯)

ভূগোল : বাংলাদেশ ও বিশ্ব

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. বাংলাদেশে ঋতু কয়টি?

ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি

২. জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?

ক. অক্ষরেখা খ. স্থানীয় উচ্চতা গ. তুষাররেখা ঘ. দ্রাঘিমারেখা

৩. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয়-

ক. উত্তর-পূর্ব শুল্ক মৌসুমি বায়ুর প্রভাবে

খ. সমুদ্রবায়ুর প্রভাবে

গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে

ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে

৪. রেফ্রিজারেটরের কম্প্রেশারের মধ্যে যে তরণ পর্দা ব্যবহার করা হয়, তার নাম-

ক. জিওফ্রট খ. ফ্রেয়ন

গ. অক্সিজেন ঘ. নিয়ন

৫. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?

ক. মনু খ. করতোয়া গ. কর্ণফুলী ঘ. সাঙ্গু

৬. ধ্রুবতারা দেখা যায়-

ক. উত্তর গোলার্ধে খ. দক্ষিণ গোলার্ধে

গ. পূর্ব গোলার্ধে ঘ. পশ্চিম গোলার্ধে

৭. বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইনটি কত সালের?

ক. ২০১০ খ. ২০০৯ গ. ২০১৫ ঘ. ২০১২

৮. যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে-

ক. কর্ণফুলী খ. মাতামুহুরী গ. নাফ ঘ. সাঙ্গু

৯. ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?

ক. স্পারসো খ. নাসা গ. হু ঘ. আইইউসিএন

১০. দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয় কোনটি?

ক. প্রতিরোধ খ. কাঠামোগত প্রশমন

গ. পূর্বপ্রস্তুতি ঘ. পুনরুদ্ধার

১১. ভূতাত্ত্বিক গঠনগত দিক দিয়ে বাংলাদেশের কোন অঞ্চল যথেষ্ট ভূমিকম্পপ্রবণ?

ক. উত্তর-পূর্বাঞ্চল খ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল

গ. পূর্ব-পশ্চিমাঞ্চল ঘ. উত্তর-দক্ষিণাঞ্চল

১২. লাল গ্রহ কাকে বলা হয়?

ক. মঙ্গল গ্রহ খ. বুধ গ্রহ গ. বৃহস্পতি গ্রহ ঘ. শনি গ্রহ

১৩. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ার যে বিষাক্ত গ্যাস থাকে, তা হলো-

ক. ইথিলিন খ. পিরিডিন

গ. কার্বন মনোক্সাইউ ঘ. মিথেন

১৪. কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?

ক. ১১ ডিসেম্বর ১৯৯৭ খ. ১৭ মার্চ ১৯৯৭

গ. ১৫ জুন ১৯৯২ ঘ. ৭ অক্টোবর ২০০১

১৫. পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?

ক. মৌসুমি বন্যা খ. প্রবল বর্ষাজনিত বন্যা

গ. আকস্মিক বন্যা

ঘ. জোয়ার-ভাটাজনিত কারণে

১৬. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-

ক. প্রায় ১২ ঘণ্টা খ. প্রায় ২৪ ঘণ্টা

গ. প্রায় ৬ ঘণ্টা ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন

১৭. জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?

ক. অমাবস্যায় খ. একাদশীতে

গ. অষ্টমীতে ঘ. পঞ্চমীতে

১৮. শীতকালে চামড়া ফাটে কেন?

ক. আর্দ্রতার অভাবে খ. রৌদ্রের অভাবে

গ. ভিটামিনের অভাবে

ঘ. স্নেহজাতীয় পদার্থের অভাবে

১৯. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?

ক. লালমাই খ. শ্রীমঙ্গল গ. লালপুর ঘ. লালখান

২০. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার?

ক. ২০১ খ. ২০৩

গ. ২০৭ ঘ. ২১০

উত্তর : ১.খ, ২.গ, ৩.ক, ৪.খ, ৫.খ, ৬.ক, ৭.ক, ৮.খ, ৯.ক, ১০.ঘ, ১১.ক, ১২.ক, ১৩.গ, ১৪.ক, ১৫.গ, ১৬.ক, ১৭.ক, ১৮.ক, ১৯ঘ, ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম