Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি

জীববিজ্ঞান * বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

জীবন পাঠ

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। জীববিজ্ঞানের জনক কে? - অ্যারিস্টটল

২। অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? - গ্রিস

৩। জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি? - ২টি

৪। অ্যারিস্টটল খ্রিষ্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন?

- ৩৮৪ সালে

৫। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখার নাম কী?

- জীববিজ্ঞান

৬। জীববিজ্ঞানের কোন শাখায় ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? - ইভোলিউশন

৭। জীবদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়? - মরফোলজি

৮। জীববিজ্ঞানের কোন শাখায় জিন ও বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়? - জেনেটিক্স

৯। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?

- ক্যারোলাস লিনিয়াস।

১০। ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল লিখ।

- ১৭০৭-১৭৭৮

১১। ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন? - ১৭৩৫ সালে

১২। ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিষয়ের অধ্যাপক ছিলেন? - উপসালা বিশ্ববিদ্যালয়ে

১৩। ইস্ট কীসের সাহায্যে বংশবৃদ্ধি করে?

- স্পোরের সাহায্যে

১৪। মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

- কাইটিন

১৫। ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন? - ১৭৫৩ সালে

১৬। ধানের বৈজ্ঞানিক নাম কী? - Oryza sativa

১৭। জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে?

- কেলভিয়ার স্মিথ

১৮। মারগুলিস কত সালে হুইটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন? - ১৯৭৪ সালে

১৯। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব? - মনেরা

২০। দ্বিপদ নামকরণের সবচেয়ে নিচের ধাপের নাম কী?

- প্রজাতি

২১। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়? - ইটালিক

২২। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম লিখ। - Alium cepa

২৩। গোল আলুর বৈজ্ঞানিক নাম লিখ।

- Solanum tuberosum

২৪। আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখ।

- Nympheanouchali

২৫। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।

- Vibrio cholerae

২৬। আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম লিখ।

- Artocarpus hetarophyllus

২৭। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম লিখ।

- Copsychus saularis

২৮। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।

- Plasmodium vivax

২৯। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কী বলে?

- প্রজাতি

৩০। ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে জীবের দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?

- Systema Naturae

৩১। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত? - মনেরা

৩২। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত ধাপ কয়টি? - ৭টি

৩৩। কেমোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের সদস্য? - মনেরা

৩৪। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? - মনেরা

৩৫। কোন রাজ্যের জীবে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে? - প্রোটিস্টা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সাধন সরকার

শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মুন্সীগঞ্জ

রাষ্ট্র, নাগরিকতা ও আইন

বহুনির্বাচনি প্রশ্ন

১. প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে কী ধরনের প্রতিষ্ঠান মনে করা হতো?

ক. পরিবার নিয়ন্ত্রিত খ. সমাজ নিয়ন্ত্রিত

গ. সমাজ প্রধান কর্তৃক নিয়ন্ত্রিত ঘ. ঈশ্বরের সৃষ্টি

২. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?

ক. নির্দিষ্ট ভূখণ্ড খ. সরকার

গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি

৩. স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য উপাদান কোনটি?

ক. সরকার খ. সার্বভৌমত্ব গ. রাষ্ট্র ঘ. জনসমষ্টি

৪. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?

ক. সরকার খ. সার্বভৌমত্ব

গ. নির্দিষ্ট ভূখণ্ড ঘ. জনসমষ্টি

৫. সার্বভৌম ক্ষমতার দিক কয়টি?

ক. ২ খ. খ গ. ৪ ঘ. ৫

৬. বর্তমানে প্রতিটি স্বাধীন রাষ্ট্র নিজেদের কীরূপ রাষ্ট্র বলে তুলে ধরে?

ক. শ্রেষ্ঠ খ. শক্তিশালী গ. উন্নত ঘ. কল্যাণমূলক

৭. ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা’- রাষ্ট্রের কোন ধরনের কাজ?

ক. ঐচ্ছিক খ. আবশ্যক

গ. অপরিহার্য ঘ. অনাবশ্যক

৮. রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পালন করে?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

৯. ‘জনগণের অধিকার রক্ষা’- রাষ্ট্রের কোন ধরনের কাজ?

ক. ঐচ্ছিক খ. আবশ্যক

গ. অপরিহার্য ঘ. অনাবশ্যক

১০. সার্বভৌমত্বের মূল বৈশিষ্ট্য-

i. রাষ্ট্রের স্বাধীনতার ধারক

ii. রাষ্ট্রের চরম ক্ষমতা

iii. বিচারিক কাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

একজন দার্শনিকের মতে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত হয় একটি নির্দিষ্ট সংগঠন।

১১. উদ্দীপকে কোন দার্শনিকের কথা বলা হয়েছে?

ক. গার্নার খ. প্লেটো

গ. অ্যারিস্টটল ঘ. ম্যাকাইভার

১২. উদ্দীপকের নির্দিষ্ট সংগঠনের উপাদান হলো-

i. সার্বভৌমত্ব ii. সরকার iii. ভূখণ্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

১৩. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটি?

ক. জনগণের চিকিৎসা ব্যয় মেটানো

খ. জনগণকে শিক্ষিত করে তোলা

গ. নদী খননের ব্যবস্থা করা

ঘ. অবকাঠামো নির্মাণ

১৪. রাষ্ট্র গঠনের পূর্বশর্ত ও রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?

ক. সার্বভৌমত্ব খ. নির্দিষ্ট ভূখণ্ড

গ. জনসমষ্টি ঘ. সরকার

১৫. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

ক. রুশো খ. জন লক গ. ম্যাকাইভার ঘ. অ্যারিস্টটল

১৬. বর্তমানে নগর রাষ্ট্রের বদলে কোন রাষ্ট্রের উদ্ভব ঘটেছে?

ক. জাতীয় রাষ্ট্রের খ. আধুনিক রাষ্ট্রের

গ. গণতান্ত্রিক রাষ্ট্রের ঘ. অত্যাধুনিক রাষ্ট্রের

১৭. নাগরিকের অন্যতম দায়িত্ব-

i. ভোট দেওয়া ii. সংবিধান মেনে চলা

iii. আইনের প্রতি সম্মান দেখানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

১৮. কেউ আইন অমান্য করলে সমাজে কী দেখা যায়?

ক. অপরাধ খ. শৃঙ্খলা

গ. বিশৃঙ্খলা ঘ. অসচেতনতা

১৯. আইনের অনুশাসন হলো-

i. রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ii. আইনের প্রাধান্য

iii. সাম্য প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

২০. তথ্য অধিকার আইনের দ্বারা-

i. সঠিক তথ্য পাওয়া যায়

ii. গণতন্ত্রের ভিত মজবুত হবে

iii. ভোগান্তি বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

২১. আধুনিক যুগে আইনের প্রধান উৎস কোনটি?

ক. প্রথা খ. ধর্ম গ. বিচারকের আইন ঘ. আইনসভা

২২. রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়?

ক. সরকার খ. সার্বভৌমত্ব গ. রাষ্ট্র ঘ. জনসমষ্টি

উত্তর : ১.ঘ ২.গ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.গ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.গ ২১.ঘ ২২.ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম