ক্যাম্পাস সংবাদ
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মতবিনিময় সভা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর পদে প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার পুনঃযোগদান উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় সভা। শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা, বাস্তবায়ন ও গুণগত মানের শিক্ষা প্রদানের নানাবিধ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় সভায় প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া কথা বলেন কলেজের শিক্ষকদের সঙ্গে। ৪ নভেম্বর অনুষ্ঠিত এ সভায় সম্মানিত প্রধান অতিথি ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। অন্তরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাকিদুল ইসলাম ও প্রভাষক মুস্তাকিয়া মাহমুদা। প্রভাষক কৌষিক চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রেক্টর পদে নিযুক্ত তরুণ কান্তি বড়ুয়ার বর্ণাঢ্য শিক্ষকতা জীবন ও তার সৃজনশীল কর্মের নানা বিষয় নিয়ে আলোকপাত করেন মতবিনিময় সভার সম্মানিত অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে রেক্টর পদে নিযুক্ত তরুণ কান্তি বড়ুয়া তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে নীতি নির্ধারণী ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে রেক্টর পদে প্রথম মেয়াদে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন যথেষ্ট সুনামের সঙ্গে। ৩ নভেম্বর কলেজের রেক্টর পদে ফের যোগদান করা প্রফেসর তরুণ কান্তি বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধ্যক্ষ ও শিক্ষকগণ।
উপস্থিত অতিথিরা আশা করেন, তরুণ কান্তি বড়ুয়া আগের মতো সম্মান ও দক্ষতার ছাপ রাখতে সক্ষম হবেন- যা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজেকে নতুন মাত্রায় সামনের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।