Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ

মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৯৩. ইসলাম খান কখন বঙ্গের সুবাদার নিযুক্ত হন?

ক. ১৬০৫ খ্রি: খ. ১৬০৬ খ্রি:

গ. ১৬০৭ খ্রি: ঘ. ১৬০৮ খ্রি:

৯৪. ইসলাম খান কখন ঢাকায় প্রবেশ করেন?

ক. ১৬০৮ খ্রি: খ. ১৬০৯ খ্রি:

গ. ১৬১০ খ্রি: ঘ. ১৬১১ খ্রি:

৯৫. ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয়-

ক. ১৬১০ খ্রিষ্টাব্দে খ. ১৬১১ খ্রিষ্টাব্দে

গ. ১৬১২ খ্রিষ্টাব্দে ঘ. ১৬১৩ খ্রিষ্টাব্দে

৯৬. মুসা খান রাজধানী নিরাপদ নয় মনে করে কোথায় আশ্রয় নেন?

ক. মেঘনায় খ. দ্বীপে

গ. ইব্রাহিমপুর দ্বীপে ঘ. সোনারগাঁয়ে

৯৭. মুঘল প্রদেশগুলো কি নামে পরিচিত ছিল?

ক. সুবা খ. কুবা

গ. উবা ঘ. দুবা

৯৮. সুবাদার ইসলাম খান কখন বার ভূইয়াদের দমন করেন?

ক. ১৬১০ খ্রিষ্টাব্দে খ. ১৬১১ খ্রিষ্টাব্দে

গ. ১৬১২ খ্রিষ্টাব্দে ঘ. ১৬১৩ খ্রিষ্টাব্দে

৯৯. কে খুব অল্প সময়ের জন্য সুবাদার নিযুক্ত হন?

ক. দারার খান খ. ইসলাম খান

গ. সুবাদার খান ঘ. মুসা খান

১০০. পর্তুগিজদের দমন করেন কে?

ক. দারার খান খ. কাসিম খান

গ. কাসিম খান জুয়িনী ঘ. মুসা খান

১০১. সুজা কত বছর দায়িত্বে ছিলেন?

ক. ১০ বছর খ. ১৫ বছর

গ. ২০ বছর ঘ. ২৫ বছর

১০২. সম্রাট শাহজাহান অসুস্থ হলে কতজন পুত্র সম্রাট হওয়ার জন্য বিদ্রোহ করেন?

ক. ২ জন খ. ৩ জন

গ. ৪ জন ঘ. ৫ জন

১০৩. আওরঙ্গজেবের মামার নাম কি?

ক. ইসলাম খান খ. শায়েস্তা খান

গ. মুসা খান ঘ. ইসা খান

১০৪. কার আমলে টাকায় আট মন চাল পাওয়া যেত?

ক. ইসলাম খানের খ. মুসা খানের

গ. শায়েস্তা খানের ঘ. ইব্রাহিম খানের

১০৫. মুর্শিদ কুলি খান কত টাকা রাজস্ব পাঠাতেন?

ক. ১ কোটি ২ লাখ খ. ১ কোটি ৩ লাখ

গ. ১ কোটি ৪ লাখ ঘ. ১ কোটি ৫ লাখ

১০৬. স্বাধীন নবাবরা কী হিসাবে পরিচিত হন?

ক. নাজিম খ. নবাব

গ. সুবাদার ঘ. কাজিম

১০৭. বর্গি দস্যুরা কোন অঞ্চলের অধিবাসী ছিল?

ক. ভারত খ. মারাঠা

গ. পাঞ্জাব ঘ. আসাম

১০৮. বর্গিদের দেশ ছাড়া করতে আলিবর্দি খানের কত বছর সংগ্রাম করতে হয়?

ক. ৮ বছর খ. ৯ বছর

গ. ১০ বছর ঘ. ১১ বছর

১০৯. কখন পলাশির যুদ্ধ সংঘটিত হয়?

ক. ১৭৫৭ সালের ২২ জুন খ. ১৭৫৭ সালের ২৩ জুন

গ. ১৭৫৭ সালের ২৪ জুন ঘ. ১৭৫৭ সালের ২৫ জুন

১১০. বিহার থেকে বাংলায় আসতে হলে-

i. তেলিয়াগড় গিরিপথ দিয়ে আসতে হতো

ii. শিকড়িগড় গিড়িপথ দিয়ে আসতে হতো

iii. অরণ্যগড় গিরিপথ দিয়ে আসতে হতো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১১. বখতিয়ার খলজির শাসনামলে নির্মিত হয়েছিল-

i. মাদ্রাসা ii. মক্তব iii. মসজিদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১২. তুঘরিল শাসনকর্তা অধিকারে আনেন-

i. উত্তর বাংলা ii. পশ্চিম বাংলা iii. সিলেট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ৯৩.ঘ ৯৪.গ ৯৫.খ ৯৬.গ ৯৭.ক ৯৮.ক ৯৯.ক ১০০.গ ১০১.গ ১০২.গ ১০৩.খ ১০৪.গ ১০৫.খ ১০৬.খ ১০৭.খ ১০৮.গ ১০৯.খ ১১০.খ ১১১.ঘ ১১২.খ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম