Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৪১)

বাংলাদেশ বিষয়াবলি

Icon

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসাবে কোনটি ব্যবহার করা হয়?

ক. কয়লা খ. অপরিশোধিত তেল

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. সিলিকা বালি

২. কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?

ক. সুন্দরবন খ. মধুপুর বনাঞ্চল

গ. পার্বত্য বনাঞ্চল ঘ. গাজীপুর বনাঞ্চল

৩. ‘সোনা মসজিদ’ স্থলবন্দর কোথায় অবস্থিত?

ক. লালমনিরহাট খ. দিনাজপুর

গ. পঞ্চগড় ঘ. চাঁপাইনবাবগঞ্জ

৪. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?

ক. আকবরনামা খ. আলমগীরনামা

গ. আইন-ই-আকবরী ঘ. তুজুক-ই-আকবর

৫. বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?

ক. বখতিয়ার খলজি খ. হোসেন শাহ

গ. ইলিয়াস শাহ ঘ. সরফরাজ খান

৬. বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির কে?

ক. মিয়া গোলাম পরওয়ার

খ. ডা. শফিকুর রহমান

গ. মাওলানা মকবুল আহমদ

ঘ. অধ্যাপক মুজিবুর রহমান

৭. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?

ক. ৭ মার্চ, ১৯৭১ খ. ২৬ মার্চ, ১৯৭১

গ. ১০ এপ্রিল, ১৯৭১ ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১

৮. স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমানকে কী উপাধিতে ভূষিত করা হয়?

ক. বীর প্রতীক খ. বীর শ্রেষ্ঠ

গ. বীর উত্তম ঘ. বীর বিক্রম

৯. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদিন খ. হামিদুর রহমান

গ. কামরুল হাসান ঘ. হাশেম খান

১০. বাংলাদেশের কৃষিতে সোনালিকা ও আকবর কোন ফসলের উন্নত জাত?

ক. গম খ. টমেটো

গ. বেগুন ঘ. আলু

১১. বাংলাদেশের কোন রপ্তানি পণ্যটি ‘হোয়াইট গোল্ড’ হিসাবে পরিচিত?

ক. ওষুধ খ. পাট

গ. তৈরি পোশাক ঘ. চিংড়ি

১২. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?

ক. ৩১ নম্বর খ. ৩৫ নম্বর

গ. ৩৭ নম্বর ঘ. ৩৯ নম্বর

১৩. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

ক. সিরাজ শাহ খ. মোহসীন আলী

গ. জহির শাহ ঘ. মজনু শাহ

১৪. বর্তমানে বাংলাদেশের বিভাগ সংখ্যা কত?

ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি

১৫. ‘মনপুরা-৭০’ হলো-

ক. একটি চিত্রশিল্প খ. একটি সাহিত্যকর্ম

গ. একটি চলচ্চিত্র ঘ. একটি প্রামাণ্যচিত্র

১৬. বঙ্গভঙ্গ করেন-

ক. লর্ড হার্ডিঞ্জ খ. লর্ড মাউন্টব্যাটেন

গ. লর্ড কার্জন ঘ. লর্ড ক্যানিং

১৭. জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?

ক. থানচি খ. শিবগঞ্জ

গ. রাজস্থলী ঘ. শ্যামনগর

১৮. বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের নাম কী?

ক. মোহাম্মদ আজম খ. মুহম্মদ নুরুল হুদা

গ. রফিকুল ইসলাম ঘ. আনিসুজ্জামান

১৯. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এর হিসাব ২০২২ অনুযায়ী, বর্তমানে দেশের মাথাপিছু আয় কত?

ক. ২২২৫ মার্কিন ডলার

খ. ২৫৪৫ মার্কিন ডলার

গ. ২৮২৪ মার্কিন ডলার

ঘ. ২৬০০ মার্কিন ডলার

২০. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে?

ক. ৩৯(১) খ. ৩৯(২) গ. ৩৮ ঘ. ৩৭

উত্তর : ১গ ২গ ৩ঘ ৪গ ৫গ ৬খ ৭ঘ ৮গ ৯গ ১০ক ১১ঘ ১২ঘ ১৩ঘ ১৪ঘ ১৫খ ১৬গ ১৭ক ১৮ক ১৯গ ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম