এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মানব বসতি
১। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
ক. বসতি স্থাপন খ. বনায়ন
গ. নগরায়ণ ঘ. সম্পদ
২। মানুষ কোন অবস্থাকে কাজে লাগিয়ে বসতি গড়ে তোলে?
ক. কৃত্রিম অবস্থাকে খ. প্রাকৃতিক অনুকূল অবস্থাকে
গ. প্রতিকূল অবস্থাকে ঘ. সামাজিক অবস্থাকে
৩। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠার কারণ কী?
ক. সামাজিক বৈষম্য খ. অর্থনৈতিক দৈন্যতা
গ. প্রাকৃতিক ভিন্নতা ঘ. মানুষের ইচ্ছা
৪। কোন অঞ্চলের বসতিরা এস্কিমোরা বরফের ঘরে বাস করে?
ক. মরু অঞ্চলের খ. উষ্ণ ও আর্দ্র অঞ্চলে
গ. মেরু অঞ্চলের ঘ. তন্দ্রা জলবায়ু অঞ্চলের
৫। বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে কোন ধরনের ঘরে বাস করতে দেখা যায়?
ক. একচালা ঘরে খ. দোতলা ও তিনতলা ঘরে
গ. দোচালা ও চৌচালা ধরনের ঘরে ঘ. ছনের ঘরে
৬। বিশ্বের বিভিন্ন শহরের বসতিগুলো কেমন?
ক. সাধারণ ভবন সম্পন্ন খ. উচ্চ অট্টালিকা সম্পন্ন
গ. একতলা ভবন বিশিষ্ট ঘ. টিনের ছাউনি সম্পন্ন
৭। গ্রামীণ বসতি কোনটির ওপর নির্ভরশীল?
ক. কৃষির খ. শিল্পের
গ. শিক্ষার ঘ. অর্থনীতির
৮। কোনটি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ এর যে কোনটি হতে পারে?
ক. নগর বসতি খ. গ্রামীণ বসতি
গ. আধুনিক বসতি ঘ. শহুরে বসতি
৯। উর্বর মাটিতে কোন ধরনের সবতি গড়ে ওঠে?
ক. রৈখিক বসতি খ. সংঘবদ্ধ বসতি
গ. নগর বসতি ঘ. বিক্ষিপ্ত বসতি
১০। মিসরের নীলনদের তীরবর্তীতে কোন দুটি নগর মিলে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে?
i. আলেকজান্দ্রিয়া ii. তাজিকিস্তান iii. হরপ্পা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
১১। গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. তিন খ. চার গ. দুই ঘ. পাঁচ
১২। মেষপালনকে কেন্দ্র করে কোথায় বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে?
ক. কানাডায় খ. রাশিয়ায়
গ. অস্ট্রেলিয়ায় ঘ. ভারতে
১৩। ইট-সিমেন্টের নির্মাণ স্থাপনা থাকে সাধারণত-
ক. শহরে খ. গ্রামে
গ. নদীতীরবর্তী অঞ্চলে ঘ. পাহাড়িয়া এলাকায়
১৪। মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত হলো-
ক. কামার পাড়া খ. কুমার পাড়া
গ. তাঁতি পাড়া ঘ. জেলে পাড়া
১৫। নীল নদের অববাহিকায় কোন নগর গড়ে ওঠে?
ক. হরপ্পা খ. মিশর
গ. সিন্ধু ঘ. থেবস
১৬। হরপ্পা নগর কত খ্রিষ্ট্রপূর্বে উৎপত্তি ঘটেছিল?
ক. ৩০০০ খ. ২৫০০
গ. ১৫০০ ঘ. ৩৫০০
১৭। লা-হাভার নগরটি কোন দেশে অবস্থিত?
ক. ভারত খ. ব্রাজিল
গ. ফ্রান্স ঘ. রাশিয়া
১৮। অস্ট্রেলিয়ার প্রশাসনিক নগর কোনটি?
ক. ক্যানবেরা খ. পিটার্সবার্গ
গ. এডিনবরা ঘ. জিব্রাল্টার
১৯। সাংস্কৃতিক ক্রিয়াকলাপ নগর কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
i. চিত্রকলা ii. চলচ্চিত্র iii. শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. ii ও i ঘ. i, ii ও iii
২০। কোনটি সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান?
ক. বিদ্যালয় খ. পরিবার
গ. সমাজ ঘ. রাষ্ট্র
২১। বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত?
ক. ১.০ একর খ. ০.৫ একর
গ. ০.০৫ একর ঘ. ০.০০৫ একর
২২। বাংলাদেশের যে অঞ্চলে জনবসতি কম-
i. মধুপুরে ii. ভাওয়ালে iii. ঢাকায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩। সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে কিসের ওপর নির্ভর করে?
i. ভূ-প্রকৃতির ii. উর্বর মাটির iii. জলের উৎসের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪। ভারতের মুম্বাই বিখ্যাত কিসের জন্য?
ক. চিত্র শিল্প খ. চিত্রকলা গ. চলচ্চিত্র ঘ. ক্রিকেট
২৫। বিশ্বের জনসংখ্যার কত শতাংশ শহরে বাস করে?
ক. ৫০ শতাংশ খ. ৪০ শতাংশ
গ. ৩৫ শতাংশ ঘ. ২৫ শতাংশ
২৬। বর্তমানে ঢাকা মহানগরীতে প্রতিদিন কত কোটি গ্যালন পানি প্রয়োজন হয়?
ক. ২০ খ. ২৬০.৮ গ. ২৮.৫ ঘ. ২৬.৫
২৭। ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহের ক্ষমতা কত কোটি গ্যালন পানি?
ক. ১৮ কোটি খ. ১৬ কোটি
গ. ১৯ কোটি ঘ. ১৭ কোটি
উত্তর : ১ক ২খ ৩গ ৪ঘ ৫গ ৬খ ৭ক ৮খ ৯খ ১০গ ১১ক ১২গ ১৩ক ১৪খ ১৫ঘ ১৬খ ১৭গ ১৮ক ১৯ঘ ২০খ ২১গ ২২ক ২৩ঘ ২৪গ ২৫খ ২৬গ ২৭ক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সাধন সরকার
শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মুন্সীগঞ্জ
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
১. মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি?
ক. ৬ খ. ৪ গ. ৩ ঘ. ২
২. এক কথায় মাল্টিমিডিয়া মানে কী?
ক. বহু মাধ্যম খ. সংবাদ মাধ্যম
গ. দূর যোগাযোগ ঘ. প্রকাশ মাধ্যম
৩. মুদ্রণ ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ?
ক. ইন্টারনেট খ. মাউস
গ. কম্পিউটার ঘ. টাইপরাইটার
৪. নিচের কোনটি মাল্টিমিডিয়া?
ক. টেলিশিভন খ. রেডিও গ. পাঠ্যবই ঘ. সংবাদপত্র
৫. কোন যন্ত্রের সাহায্যে মাল্টিমিডিয়া ধারণ করা যায়?
ক. প্রিন্টার খ. ফ্যাক্স
গ. ডিজিটাল যন্ত্র ঘ. ক্যালকুলেটর
৬. ভিডিও এক ধরনের কী?
ক. চিত্র খ. সংখ্যা গ. শব্দ ঘ. বর্ণ
৭. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত-
i. ভিডিও ii. শিক্ষামূলক সফটওয়্যার iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. পাওয়ার পয়েন্ট একটি-
i. সফটওয়্যার ii. প্রোগ্রাম iii. অ্যাপ্লিকেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ফটোশপ কী?
ক. ছবি খ. সফটওয়্যার গ. এডোবি ঘ. হার্ডওয়্যার
১০. গ্রাফিক্স ডিজাইন কত ধরনের হয়?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
১১. কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়?
ক. এডোবি ফটোশপ খ. ইমেজ এডিটর
গ. ইমেজ ভিউয়ার ঘ. ইমেজ কন্ট্রোলার
১২. ছবি ছেঁটে ফেলার কাজ কোন টুলের সাহায্যে করতে হয়?
ক. মার্কি খ. লেয়ার গ. ক্রপ ঘ. লেসো
১৩. Opacity কী?
ক. স্বচ্ছ ছবি খ. হালকা রং
গ. রঙের গাড়ত্ব ঘ. রঙের পুরুত্ব
১৪. ফটোশপে সর্বোচ্চ কয়টি লেয়ার যুক্ত করা যায়?
ক. ৫ খ. ৮ গ. ১০ ঘ. যে কোনো সংখ্যক
১৫. Crop শব্দের অর্থ কী?
ক. সমান্তরাল খ. বড় করা
গ. ছোট করা ঘ. ছেঁটে ফেলা
১৬. কোন মেনুতে Fill কমান্ড থাকে?
ক. Edit খ. Change গ. File ঘ. Delete
১৭. প্যাটেলে রয়েছে-
i. লেয়ার ii. চ্যানেল iii. পাথ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. পেন টুলের সাহায্যে করা যায়-
i. সম্পাদনার কাজ ii. লেখালেখির কাজ
iii. সূক্ষ্ম ও জটিল ডিজাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ইলাস্ট্রেটরে কত প্রকার টাইপ টুল থাকে?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
২০. লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে কী বলা হয়?
ক. সোরাস খ. স্ট্রোক গ. লিডিং ঘ. ফন্ট
২১. এনিমেশন কী?
ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার গ. সিনেমা ঘ. চিত্র
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
নুসরাত কম্পিউটারে বিভিন্ন কাজ করে। এর মধ্যে রয়েছে- ছবি আঁকা, নকশা করা, লোগো তৈরি এবং ডিজাইন।
২২. নুসরাত কোন ধরনের প্রোগ্রাম ব্যবহার করে?
ক. এম এস এক্সেল খ. পাওয়ার পয়েন্ট
গ. ফটোশপ ঘ. ইলাস্ট্রেটর
২৩. উক্ত প্রোগ্রামের প্রধান কাজ কী?
ক. ছবি সম্পাদনা খ. তথ্য বিশ্লেষণ
গ. প্রোগ্রামিং ঘ. আঁকা শিল্পের কাজ
২৪. কোনটি মাল্টিমিডিয়ার উপাদান নয়?
ক. বিদ্যুৎ খ. বর্ণ গ. শব্দ ঘ. চিত্র
২৫. পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড উপস্থাপনের জন্য কোন বাটনটি চাপতে হয়?
ক. F2 খ. F3 গ. F4 ঘ. F5
২৬. সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট করলে তৈরি হয়-
i. বৃত্ত ii. ত্রিভুজ iii. আয়ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কী?
ক. লাল তীর খ. কালো তীর
গ. সাদা তীর ঘ. সবুজ তীর
২৮. বিশাল আকারের ব্যানার তৈরির জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ওয়ার্ড প্রসেসর খ. পাওয়ার পয়েন্ট
গ. ইলাস্ট্রেটর ঘ. ফটোশপ
২৯. ইলাস্ট্রেটরে কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে কী বলা হয়?
ক. জুম আইট খ. জুম ইন
গ. জুম বিগ ঘ. জুম স্মল
৩০. সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে?
ক. প্রিন্টার খ. কার্ড রিডার
গ. কম্পিউটার ঘ. টাইপরাইটার
উত্তর: ১.গ ২.ক ৩.গ ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.খ ১০.গ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.গ ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.গ।