এসএসসি ২০২৫ : বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১. স্বরভক্তির অপর এক নাম কী?
√ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
২. বাংলাভাষার মূল উৎস কী?
ক. হিন্দি ভাষা √খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
৩. কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়?
ক. প্রসারিত আকারে খ. অর্ধপ্রসারিত আকারে
√গ. সংক্ষিপ্ত আকারে ঘ. অর্ধসংক্ষিপ্ত আকারে
৪. কোন্ মৌলিক স্বরধ্বনিটির কোন লিখিত রূপ নেই?
ক. আ খ. অ গ. ই √ঘ. এ্যা
৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?
ক. এখন আমি যেতে চাই খ. এখন ট্রেন ধরতে হবে
গ. পদ্মফুল দেখতে সুন্দর √ঘ. মেলা দেখতে ঢাকা যাব
৬. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক. গৃহী খ. বিধাতা √গ. সপত্নী ঘ. কাঙ্গালিনী
৭. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. বাঘিনী √খ. চাকরানী গ. ভাগনী ঘ. জেলেনী
৮. ‘লগ্ন>লগ্গ’ কোন সমীভবন?
√ক. প্রগত খ. পরাগত গ. মধ্যগত ঘ. অন্যোন্য
৯. কোন প্রকারে সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
√ক. তৎসম সন্ধি খ. বাংলা সন্ধি
গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি
১০. পাতিসনে শিলাতনে পদ্মপাতা- বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞায় ব্যবহার হয়েছে?
ক. আদেশ √খ. উপদেশ গ. অনুরোধ ঘ. অভিশাপ
১১. ‘মস্যাধার’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মৎস+আধার খ. মৎস্য+আধার
√গ. মসী+আধার ঘ. মসি+আধার
১২. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. খরগোশ খ. সমুদ্র গ. সূর্য √ঘ. চাঁদ
১৩. “কোনোভাবেই যা নিবারণ করা যায় না”-এক কথায় কী হবে?
ক. দুনির্বার খ. দুর্দমনীয় গ. অদম্য √ঘ. অনিবার্য
১৪. ‘‘কলকলিয়ে উঠ সেথায় নারীর প্রতিবাদ’’- এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ √গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
১৫. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক. বড় বড় মাঠ √খ. এটাই করিমদের বাড়ি
গ. সিংহ বনে থাকে ঘ. হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
১৬. ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে?
√ক. কর্মপদ খ. অব্যয় পদ
গ. সর্বনাম পদ ঘ. ক্রিয়া বিশেষণ
১৭. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?
√ক. যোগরূঢ় শব্দ খ. মৌলিক শব্দ
গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ
১৮. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?
ক. ঢাক+আই=ঢাকাই √খ. কানু+আই=কানাই
গ. বাহাদুর+ই=বাহাদুরি ঘ. লাজ+উক=লাজুক
১৯. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?
ক. সমাপিকা ক্রিয়ায় খ. দ্বিকর্মক ক্রিয়ায়
√গ. সকর্মক ক্রিয়ায় ঘ. অসমাপিকা ক্রিয়ায়
২০. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. মাইকেল খ. লণ্ঠন গ. তারল্য √ঘ. দর্শন
২১. সন্ধ্যা অবধি অপেক্ষ করব- অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. সাথে খ. নিমিত্তে গ. নিকট √ঘ. পর্যন্ত
২২. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?
ক. নিরর্থকভাবে খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে
√গ. নির্দিষ্টতা জ্ঞাপনে ঘ. দ্ব্যর্থকতা জ্ঞাপনে
২৩. বাবাকে বড্ড ভয় পাই -নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে ২য়া √খ. অপাদানে ২য়া
গ. কর্মে চতুর্থী ঘ. অপাদানে ৫মী
২৪. ‘কানে কানে যে কথা= কানাকানি’- এ উদাহরণ কোন সমাসের?
√ক. ব্যতিহার বহুব্রীহি খ. অলুক বহুব্রীহি
গ. অব্যয়ীভাব ঘ. সপ্তমী তৎপুরুষ
২৫. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
√ক. বিশেষ খ. অভাব গ. গতি ঘ. সাধারণ
২৬. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দোল্ + না √খ. দুল্ + অনা
গ. দিল্ + না ঘ. দীল্ + অনা
২৭. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. ৪টি খ. ৩টি √গ. ২টি ঘ. ৫টি