Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি

কৃষিশিক্ষা * বাংলা দ্বিতীয়পত্র

কৃষিশিক্ষা

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

কৃষিজ উৎপাদন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪৮। গোলাপের চারা রোপণের উপযুক্ত সময় কোনটি?

ক. আশ্বিন মাস খ. শ্রাবণ মাস

গ. আষাঢ় মাস ঘ. জ্যৈষ্ঠ মাস

৪৯। বাংলাদেশে কী পরিমাণ জমিতে কলার চাষ হয়?

ক. প্রায় ৬০ হাজার হেক্টর

খ. প্রায় ৫০ হাজার হেক্টর

গ. প্রায় ৪০ হাজার হেক্টর

ঘ. প্রায় ৩০ হাজার হেক্টর

৫০। কলার জন্য বিখ্যাত জেলা-

i. নরসিংদী ii. মুন্সিগঞ্জ iii. বগুড়া

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৫১। বেলি চাষের ক্ষেত্রে প্রযোজ্য-

i. জৈব পদার্থযুক্ত দোআঁশ মাটি ii. চারা থেকে চারা ও সারি থেকে সারির দূরত্ব ৫০ সে.মি.

iii. প্রয়োজনমতো ইউরিয়া, ফসফেট, এমওপি সার প্রয়োগ করা

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৫২। বছরে কয় মৌসুমে কলার চাষ হয়?

ক. তিন খ. চার গ. দুই ঘ. এক

৫৩। তেউড় কী?

ক. আনারসের চারা খ. কলার চারা

গ. আমের চারা ঘ. কাঁঠালের চারা

৫৪। পানামা রোগ কী জনিত রোগ?

ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া গ. ছত্রাক ঘ. অণুজীব

৫৫। কলা চাষের সময় কয়টি রোগের আক্রমণ দেখা যায়?

ক. ৮টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি

৫৬। কয় রকমের তেউড় দেখা যায়?

ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই

৫৭। কলার গুচ্ছ মাথা রোগটি কী জনিত রোগ?

ক. ব্যাকটেরিয়া খ. ছত্রাক গ. ভাইরাস ঘ. অণুজীব

৫৮। আনারস চাষে এক বেড থেকে অন্য বেডের দূরত্ব কত?

ক. ৩০-৫০ সে.মি. খ. ৫০-১০০ সে.মি.

গ. ১০০-১২০ সে.মি. ঘ. ১৫০-২০০ সে.মি.

৫৯। আনারসের জাত হলো-

i. হানিকুইন ii. জায়েন্ট কিউ iii. ঘোড়াশাল

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৬০। আনারস গাছে সাধারণত কয় ধরনের চারা উৎপন্ন হয়?

ক. ৯ খ. ৭ গ. ৬ ঘ. ৪

৬১। কোনটি জিওল মাছ

ক. শিং খ. পাবদা গ. ইলিশ ঘ. রুই

৬২। কোন মাসে শিং ও মাগুর মাছের সর্বোচ্চ প্রজনন হয়ে থাকে?

ক. মে-জুন খ. জুন-জুলাই

গ. আগস্ট-সেপ্টেম্বর ঘ. নভেম্বর-ডিসেম্বর

৬৩। শিং ও মাগুর মাছ চাষের জন্য পুকুরের গভীরতা কত হওয়া দরকার?

ক. ০.৫-১ মি. খ. ০.৭৫-১.২৫ মি.

গ. ১-১.৫ মি. ঘ. ১.৫-২.৫ মি.

৬৪। শিং ও মাগুর মাছের বৈশিষ্ট্য হলো-

i. দেহ লম্বাটে, সামনের দিক নলাকার

ii. আঁশবিহীন iii. মাথার দুই পাশে দুটি কাঁটা আছে

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৬৫। গুলশা মাছের দৈর্ঘ্য কত সেমি হয়ে থাকে?

ক. ২৫-২৯ খ. ২২-২৮ গ. ২০-২৫ ঘ. ১৫-২৩

৬৬। পাবদা ও গুলশা মাছ কত মাসে বিপণনযোগ্য হয়?

ক. ৩-৪ খ. ৪-৫ গ. ৫-৬ ঘ. ৬-৭

৬৭। বাংলাদেশের শতকরা কত ভাগ লোক মৎস্য সেক্টর থেকে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে?

ক. ১০ ভাগ খ. ১১ ভাগ গ. ১৪ ভাগ ঘ. ১৫ ভাগ

৬৮। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার শতকরা কত ভাগ আমিষের জোগান মাছ থেকে আসে?

ক. ৬০ ভাগ খ. ৬৮ ভাগ গ. ৭৫ ভাগ ঘ. ৮০ ভাগ

৬৯। লেয়ার মুরগি বছরে কতটি ডিম দিয়ে থাকে?

ক. ১০০-১৫০টি খ. ১৫০-২০০টি

গ. ২০০-২৫০টি ঘ. ২৫০-৩০০টি

৭০। কোনটি মাছের রোগ-

i. ক্ষত রোগ ii. লেজ বা পাখনা পচা রোগ

iii. পেট ফোলা রোগ

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৭১। ভেড়ার ক্ষেত্রে প্রযোজ্য-

i. ভেড়া একটি নিরীহ প্রাণী ii. বছরে ২ বার বাচ্চা দেয় iii. পশম ও মাংসের জন্য পালন করা হয়

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৭২। হাঁস পালনের আবদ্ধ পদ্ধতি কয় ধরনের হয়ে থাকে?

ক. তিন খ. চার গ. দুই ঘ. এক

৭৩। বাংলাদেশে উৎপাদিত মোট আমের শতকরা কত ভাগ বৃহত্তর রাজশাহী জেলা থেকে আসে?

ক. ৮০ ভাগ খ. ৭০ ভাগ গ. ৬০ ভাগ ঘ. ৫০ ভাগ

৭৪। বাঁশ একটি-

ক. বীরুৎ জাতীয় উদ্ভিদ খ. গুল্ম জাতীয় উদ্ভিদ

গ. লতা জাতীয় উদ্ভিদ ঘ. ঘাস জাতীয় উদ্ভিদ

৭৫। সর্পগন্ধার প্রতি পর্বে কয়টি পাতা থাকে?

ক. ৮টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি

৭৬। কোনটিকে ফলের রাজা বলা হয়?

ক. আম খ. কাঁঠাল গ. কলা ঘ. জাম

৭৭। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কত তম?

ক. ১ম খ. ৫ম গ. ৮ম ঘ. ৯ম

৭৮। তুলসী কী জাতীয় উদ্ভিদ?

ক. বীরুৎ জাতীয় উদ্ভিদ খ. গুল্ম জাতীয় উদ্ভিদ

গ. লতা জাতীয় উদ্ভিদ ঘ. ঘাস জাতীয় উদ্ভিদ

৭৯। অর্জুনের ব্যবহৃত অংশ হলো-

i. পাতা ii. ছাল iii. ফল ও কাঠ

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৮০। হরীতকী কী জাতীয় উদ্ভিদ?

ক. বীরুৎ জাতীয় উদ্ভিদ খ. গুল্ম জাতীয় উদ্ভিদ

গ. লতা জাতীয় উদ্ভিদ ঘ. বৃক্ষ জাতীয় উদ্ভিদ

উত্তর : ৪৮ক ৪৯গ ৫০ঘ ৫১ঘ ৫২ক ৫৩খ ৫৪গ ৫৫ঘ ৫৬ঘ ৫৭গ ৫৮খ ৫৯ঘ ৬০ঘ ৬১ক ৬২খ ৬৩গ ৬৪ঘ ৬৫ঘ ৬৬গ ৬৭খ ৬৮ক ৬৯গ ৭০ঘ ৭১খ ৭২গ ৭৩ক ৭৪ঘ ৭৫ঘ ৭৬ক ৭৭গ ৭৮ক ৭৯ঘ ৮০ঘ।

বাংলা দ্বিতীয়পত্র

উজ্জ্বল কুমার সাহা

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

নৈর্ব্যক্তিক প্রস্তুতি

১. ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?

√ক. পর্তুগিজ খ. ফরাসি

গ. গুজরাটি ঘ. পাঞ্জাবি

২. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে

√গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে

৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?

ক. ১১টি খ. ২৫টি

গ. ৩৯টি √ঘ. ২টি

৪. কোনটি সম্প্রকর্ষের উদাহরণ?

√ক. জান্লা খ. রতন

গ. বউদি ঘ. শরীল

৫. কোন বানানটি সঠিক ?

ক. মধ্যাহ্ন √খ. পূর্বাহ্ন

গ. সায়াহ্ন ঘ. অপরাহ্ন

৬. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’-উদাহরণটি কোন বর্তমান কালের?

ক. সাধারণ খ. ঘটমান

√গ. নিত্যবৃত্ত ঘ. পুরাঘটিত

৭. ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গা+অক √খ. গৈ+অক

গ. গায়+ক ঘ. গা+য়ক

৮. কোনটি আ-প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?

√ক. আধুনিকা খ. গায়িকা

গ. নায়িকা ঘ. বালিকা

৯. দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?

ক. দুই √খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১০. মেয়েটির বকবকানি আর ভালো লাগে না।-এ বাক্যের ধ্বন্যত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

√ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. ক্রিয়া বিশেষণ ঘ. ক্রিয়া

১১. পদাশ্রিত নিদের্শ- এর অপর নাম-

ক. অনন্বয়ী অব্যয় √খ. পদাশ্রিত অব্যয়

গ. পদান্বিয়ী অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয়

১২. কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?

ক. দৌহিত্র √খ. সন্দেশ

গ. কর্তব্য ঘ. পঙ্কজ

১৩. যে কোনো বিশেষ্য পদ কোন পুরুষ?

ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ

গ. মধ্যম ও নাম পুরুষ √ঘ. নাম পুরুষ

১৪. বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে বলে-

ক. দ্বিকর্মক ক্রিয়া খ. গৌণ কর্ম

গ. মুখ্য কর্ম √ঘ. সমধাতুজ কর্ম

১৫. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?

ক. ঘটনাটা শুনে রাখ √খ. এখন গোল্লায় যাও

গ. আমরা বই পড়ি ঘ. মা শিশুটিকে খাওয়াচ্ছেন

১৬. ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ

খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ

√গ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ

ঘ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা

১৭. উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ

খ. যতি সংস্থাপন

√গ. নতুন অর্থবোধক শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

১৮. ‘সু’ উপসর্গ যোগে গঠিত তৎসম শব্দ কোনটি?

ক. সুনজর খ. সুদিন

গ. সুনাম √ঘ. সুকণ্ঠ

১৯. ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো-

ক. মো + অক √খ. মুড়্ + অক

গ. মোড়া+ অক ঘ. মুড়ি + অক

২০. অপত্য অর্থ প্রকাশ করে কোনটি?

√ক. মনু + ষ্ণ = মানব

খ. গুরু+ষ্ণ = গৌরব

গ. সুন্দর+ষ্ণ্য = সৌন্দর্য

ঘ. সাহিত্য+ষ্ণিক = সাহিত্যিক

২১. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?

ক. বেলা যে পড়ে এল

খ. আকাশে চাঁদ ছিল

√গ. আমরা রোজ ফুল কুড়াতাম

ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়

২২. কোনটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা?

√ক. গুরুজনে কর নতি খ. সদা সত্য কথা বলবে

গ. একটি গান শোনাও ঘ. কাল একবার এস

২৩. ‘গরুতে দুধ দেয়’-‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে ৭মী √খ. কর্তৃকারকে ৭মী

গ. অপদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী

২৪. লাঙ্গলে জমি চাষ করা হয়-এখানে, ‘লাঙ্গলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে ৭মী খ. কর্মকারকে ৭মী

√গ. করণ কারকে ৭মী ঘ. সম্প্রদান কারকে ৭মী

২৫. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

ক. শূন্য √খ. ষষ্ঠী গ. দ্বিতীয়া ঘ. চতুর্থী

২৬. ‘শবদাহ’ স্থলে ‘শবপোড়া’ ব্যবহার করলে কী ঘটে?

ক. বাহুল্য দোষে খ. বাগধারার রদবদল

√গ. গুরুচণ্ডালী দোষ ঘ. উপমার ভুল প্রয়োগ

২৭. বাক্যে দুটি অংশ থাকে-এ দুটি কী?

ক. ক্রিয়া ও কর্ম খ. কর্তা ও কর্ম

√গ. উদ্দেশ্য ও বিধেয় ঘ. বিশেষ্য ও বিশেষণ

২৮. শব্দের আভিধানিক অর্থই-

√ক. বাচ্যার্থ খ. লক্ষ্যার্থ

গ. যোগ্যতা ঘ. আসত্তি

২৯. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপ প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?

ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য

√গ. ভাববাচ্য ঘ. কর্তৃবাচ্য

৩০. কোনটি বিস্ময়সূচক বাক্য?

ক. কী করবে খ. জয়ী হও

গ. সকলেই কি সব পারে? √ঘ. কী সুন্দর ফুল!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম