Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি * ভূগোল ও পরিবেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

Icon

সাধন সরকার

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

নৈর্ব্যক্তিক প্রস্তুতি

১. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?

ক. জ্ঞান খ. প্রযুক্তি গ. তথ্য ঘ. বিজ্ঞান

২. মানুষ জ্ঞান-

i. ব্যবহার করতে পারে

ii. ধারণ করতে পারে

iii. তৈরি করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. জন হুক খ. চার্লস ব্যাবেজ

গ. স্যামুয়েল টমলিনসন ঘ. অ্যাডা লাভলেস

৪. ই-লানিং এর উপাদান কোনটি?

ক. খাতা খ. বই গ. ইন্টারনেট ঘ. ছাপা পত্রিকা

৫. সেবা বাণিজ্যের শর্ত কয়টি?

ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২

৬. ফেসবুক কত সালে চালু হয়?

ক. ১৯৮১ খ. ১৯৯০ গ. ২০০৫ ঘ. ২০০৪

৭. কর্মক্ষেত্রে আইসটির কত ধরনের প্রভাব লক্ষ করা যায়?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

নিচের উদ্দীপক পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

কামাল সাহেব একজন দক্ষ ও আধুনিক ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনাবেচা করেন।

৮. কামাল সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কী?

ক. ই-পুজি খ. ই-মেইল গ. ই-কমার্স ঘ. ই-বিজনেস

৯. অনলাইনে কেনাবেচার মাধ্যম হলো-

i. আইডি কার্ড ii. ক্রেডিট কার্ড iii. ডেবিট কার্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ATM-এর পূর্ণরূপ কী?

ক. Automated teler machine

খ. Automated teller machine

গ. Automate teller machine

ঘ. Automated teller machine

১১. ই-লার্নিং এর উপাদান-

i. ইন্টারনেট ii. সিডি রম iii. ফ্যাক্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. ফেসবুকের সূচনাকারী কয়জন?

ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৫

১৩. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে?

ক. স্টিভ ওজনিয়াক খ. টিম বানার্স-লি

গ. বিল গেটস ঘ. স্টিভ জবস

১৪. WWW-এর জনক কে?

ক. রেমন্ড স্যামুয়েল খ. টিম বানার্স-লি

গ. বিল গেটস ঘ. স্টিভ ওজনিয়াক

১৫. মাইক্রোসফটের মাধ্যমে তৈরি হয়-

i. উইন্ডোজ ii. লিনাক্স iii. এমএস ডস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন?

ক. ওএমআর খ. রোবট

গ. এনালিটিক্যাল ইঞ্জিন ঘ. প্রিন্টার

১৭. বিশ্বের প্রথম প্রোগ্রামার কে?

ক. অ্যাডা লাভলেস খ. টিম বানার্স-লি

গ. চার্লস ব্যাবেজ ঘ. স্টিভ জবস

১৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে-

i. কম্পিউটার প্রকৌশলী ii. প্রোগ্রামার iii. বিজ্ঞানী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. আইবিএম কোন দেশের কোম্পানি?

ক. জার্মানি খ. ফ্রান্স গ. যুক্তরাজ্য ঘ. যুক্তরাষ্ট্র

২০. সামাজিক যোগাযোগ ব্যবস্থা হলো-

i. ফেসবুক ii. টুইটার iii. ই-কমার্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. শক্তিশালী কম্পিটারের বৈশিষ্ট্য হলো-

i. নিখুঁত ফলাফল ii. বৃহৎ স্মৃতি iii. দ্রুত গতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কী বলে?

ক. ই-মেডিসিন খ. ই-টিকিট গ. ই-লার্নিং ঘ. ই-সার্ভিস

২৩. আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে?

ক. ম্যাক্সওয়েল খ. স্টিভ জবস

গ. চার্লস ব্যাবেজ ঘ. স্টিভ ওজনিয়াক

২৪. আরপানেট আবিষ্কৃত হয় কত সালে?

ক. ১৯৭৯ খ. ১৯৬৯ গ. ১৯৬০ ঘ. ১৯৭১

২৫. মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি?

ক. জেরোক্স খ. ইনটেল গ. আইবিএম ঘ. অ্যাপল

২৬. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

ক. ১৯৬১ খ. ১৯৭১ গ. ১৯৮১ ঘ. ১৯৭২

২৭. তথ্যপ্রযুক্তি বিকাশের ফলে বর্তমানে যোগাযোগ-

i. অনেক সাশ্রয়ী ii. অনেক নিরাপদ iii. অনেক কঠিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. ইন্টারনেট চালু হয় কত সালে?

ক. ১৯৭১ খ. ১৯৮১ গ. ১৯৭৭ ঘ. ১৯৬৬

২৯. কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ ঘটে?

ক. একুশ খ. উনিশ গ. আঠারো ঘ. বিশ

৩০. ই-গভর্ন্যান্সের মূল বিষয় হলো মানুষকে-

i. হয়রানিমুক্ত করা

ii. উন্নত জীবনযাপন দেয়া

iii. প্রকৃতিভিত্তিক সেবা দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ১.গ ২.ঘ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.গ ১০.খ ১১.ক ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.ঘ ২০.ক ২১.ঘ ২২.ঘ ২৩.গ ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.ক।

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

পৃথিবীর বাহ্যিক ও

অভ্যন্তরীণ গঠন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৬৫। নদীর প্রাথমিক অবস্থা হলো-

i. ঊর্ধ্বগতি ii. মধ্যগতি iii. নিম্নগতি

নিচের কোনটি সঠিক

ক. i খ. iii গ. ii, iii ঘ. i, ii, iii

৬৬। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৬৭। নদীর জীবনচক্রের শেষ পর্যায় কোনটি?

ক. ঊর্ধ্বগতি খ. সমগতি গ. মধ্যগতি ঘ. নিম্নগতি

৬৮। বাংলাদেশের অধিকাংশ স্থান কেমন?

ক. পাহাড়ি খ. প্লাবন সমভূমি

গ. মালভূমি ঘ. নদী বিধৌত উপত্যকা

৬৯। নদী কয় ভাবে ভূমিরূপের সৃষ্টি করে?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৭০। নদী নিম্নক্ষয়ের চেয়ে পার্শ্বক্ষয় বেশি করে কোন আকৃতি ধারণ করে?

ক. ‘জেড’ আকৃতি খ. ‘ভি’ আকৃতি

গ. ‘ইউ’ আকৃতি ঘ. ‘ও’ আকৃতি

৭১। সিন্ধু নদের গিরিখাতের গভীরতা কত?

ক. ৩৭৮ মি. খ. ৪২৮ মি. গ. ৪৫৮ মি. ঘ. ৫১৮ মি.

৭২। উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাত কোনটি?

ক. নায়াগ্রা খ. ভিসুভিয়াস গ. ক্যানিয়ন ঘ. কলেরাডো

৭৩। পৃথিবী বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?

ক. দক্ষিণ আমেরিকা খ. উত্তর আমেরিকা

গ. ইউরোপ ঘ. এশিয়া

৭৪। পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন যা-

i. ১৩৭-১৫৭ মি. বিস্তৃত ii. ২.৪ কি.মি. গভীর iii. ৪৮২ কি.মি. দীর্ঘ

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৭৫। কোন অঞ্চল থেকে হঠাৎ কোন নদী সমভূমিতে পতিত হলে পলল কোণের সৃষ্টি হয়?

ক. মালভূমি অঞ্চল খ. সামুদ্রিক অঞ্চল

গ. পার্বত্য অঞ্চল ঘ. জলপ্রপাত

উত্তর : ৬৫ক ৬৬খ ৬৭ঘ ৬৮খ ৬৯ক ৭০গ ৭১ঘ ৭২ক ৭৩খ ৭৪ঘ ৭৫গ।

বায়ুমণ্ডল

১। সৌরজগতের বাসযোগ্য আদর্শ গ্রহ কোনটি?

ক. পৃথিবী খ. মঙ্গল গ. বৃহস্পতি ঘ. ইউরেনাস

২। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?

ক. ভূমিরূপ খ. ভূ-ত্বক গ. নভোমণ্ডল ঘ. বায়ুমণ্ডল

৩। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত?

ক. ১,০০০ কি.মি. খ. ১০,০০০ কি.মি.

গ. ৫০,০০০ কি.মি. ঘ. ১,০০,০০০ কি.মি.

৪। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ উপাদান ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০ কি.মি.-এর মধ্যে সীমাবদ্ধ?

ক. প্রায় ৮৫ ভাগ খ. প্রায় ৯০ ভাগ

গ. প্রায় ৯৭ ভাগ ঘ. প্রায় ৯৯ ভাগ

৫। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

ক. কার্বন ডাই অক্সাইড খ. নাইট্রোজেন

গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন

৬। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?

ক. ৯৮.৭৩ খ. ৭৮.০২ গ. ৫৫.০৫ ঘ. ২০.৭১

৭। বায়ুমণ্ডলের উপাদানগুলোকে কয়টি স্তরে ভাগ করা যায়?

ক. ৩টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৯টি

৮। ট্রপোমণ্ডল ভূ-পৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় কত কি.মি. পর্যন্ত বিস্তৃত রয়েছে?

ক. প্রায় ৩-৫ কি.মি. খ. প্রায় ৫-৭ কি.মি.

গ. প্রায় ৮-৯ কি.মি. ঘ. প্রায় ১৬-১৮ কি.মি.

৯। বায়ুমণ্ডলে কোন উপাদানগুলো আয়তনের দিক থেকে অধিক পরিমাণে রয়েছে?

i. অক্সিজেন ii. নাইট্রোজেন iii. কার্বন ডাই-অক্সাইড

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

১০। বায়ুমণ্ডলে সমমণ্ডল কয়টি?

ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

১১। স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো হলো- এই স্তরে

i. বাতাসের গতিবেগ বেশি

ii. আবহাওয়া শান্ত ও শুষ্ক iii. ওজোন গ্যাস বেশি

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

১২। বায়ুমণ্ডলের ওজোনের শতকরা ৭৫ ভাগ কোন স্তর বহন করে?

ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল

গ. মেসোমণ্ডল ঘ. এক্সোমণ্ডল

১৩। এক্সোমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য রয়েছে-

i. হিলিয়াম ii. অক্সিজেন iii. হাইড্রোজেন

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

১৪। কোন মণ্ডলের স্তরের নাম মেসোপেজ?

ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল

গ. মেসোমণ্ডল ঘ. এক্সোমণ্ডল

১৫। তাপ মণ্ডলের নিম্ন অংশকে কী বলে?

ক. আয়নমণ্ডল খ. সমমণ্ডল

গ. বিষমমণ্ডল ঘ. এক্সোমণ্ডল

১৬। কোনো অঞ্চলের সাধারণত কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?

ক. ১০-১৫ খ. ২০-২৫ গ. ২০-৩০ ঘ. ৩০-৪০

১৭। কোন রেখার ওপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?

ক. মেরুরেখা খ. নিরক্ষরেখা

গ. অক্ষরেখা ঘ. দ্রাঘিমারেখা

১৮। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে কেমন করে?

ক. চরমভাবাপন্ন খ. মৃদুভাবাপন্ন

গ. সমভাবাপন্ন ঘ. বিষমভাবাপন্ন

১৯। মহাদেশীয় জলবায়ুর আরেক নাম কী?

ক. চরমভাবাপন্ন জলবায়ু খ. মৃদুভাবাপন্ন জলবায়ু গ. সমভাবাপন্ন জলবায়ু ঘ. বিষমভাবাপন্ন জলবায়ু

উত্তর : ১ক ২ঘ ৩খ ৪গ ৫খ ৬ঘ ৭গ ৮ঘ ৯ক ১০খ ১১গ ১২ক ১৩খ ১৪গ ১৫ক ১৬ঘ ১৭খ ১৮খ ১৯ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম