Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ

প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:

বহুকাল পূর্বেই বঙ্গদেশ কৃষির জন্য প্রসিদ্ধ ছিল। এ সময় এ দেশে এলাচি, লবঙ্গ প্রভৃতি মসলাও উৎপন্ন হতো।

৪৯. উদ্দীপকের উক্ত সময়ে বাংলার তৈরি কোন কাপড় বিশ্বখ্যাত ছিল?

ক. সুতি খ. রেশমি গ. মসলিন ঘ. জামদানি

৫০. উক্ত সময়ে বঙ্গের রপ্তানিপণ্য হলো-

i. সুতি কাপড় ii. চিনি, গুড় iii. মসলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:

মুসফিক রাজশাহী বেড়াতে গিয়ে পাহাড়পুরের বৌদ্ধ বিহার পরিদর্শনে যায়। সেখানে গিয়ে বাবাকে প্রশ্ন করলে বাবা বলেন, এ বিশাল বৌদ্ধ বিহারটি ছিল প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন।

৫১. উদ্দীপকে কোন যুগের কথা বলা হয়েছে?

ক. পাল খ. সেন গ. গুপ্ত ঘ. মৌর্য

৫২. উদ্দীপকের উক্ত যুগের কয়েকটি বিহার হলো-

i. জগদুল বিহার ii. দেবীকোট বিহার

iii. পণ্ডিত বিহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:

ইউসরা পাহাড়পুরের মন্দির গাত্রে খোদিত পাথর ও পোড়ামাটির ফলক দেখে খুবই মুগ্ধ হয়, সেভাবে এগুলোই বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্প।

৫৩. ইউসরার দেখা নিদর্শনের বৈশিষ্ট্যের সঙ্গে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল পাওয়া যায়?

ক. ঢাকার আশরাফপুরের

খ. কুমিল্লার ময়নামতির

গ. রাজশাহীর পাহাড়পুরের

ঘ. চট্টগ্রামের ঝেওয়ারির

৫৪. উক্ত প্রাচীন ভাস্কর্যে যেসব কথা খোদিত আছে-

i. রামায়ন-মহাভারতের কাহিনি

ii. কৃষ্ণলীলার কাহিনি

iii. রাজাদের জীবন কথা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ৪৯.গ ৫০.ক ৫১.ক ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক

মধ্যযুগের বাংলার

রাজনৈতিক ইতিহাস

১. ইখতিয়ারউদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খলজি বাংলায় কখন মুসলিম শাসনের সূচনা করেন?

ক. দশম শতকের শুরুতে খ. একাদশ শতকের শুরুতে

গ. দ্বাদশ শতকের শুরুতে ঘ. এয়োদশ শতকের শুরুতে

২. কখন ইখতিয়ারউদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খলজি গজনিতে আসেন?

ক. ১১৯৪ খ্রি: খ. ১১৯৫ খ্রি:

গ. ১১৯৬ খ্রি: ঘ. ১১৯৭ খ্রি:

৩. গজনিতে ব্যর্থ হয়ে বখতিয়ার কার দরবারে উপস্থিত হন?

ক. কুতুবউদ্দিন আইবেকের খ. হিজবরউদ্দিনের

গ. ধর্মপালের ঘ. সুজাউদ্দিনের

৪. দিল্লিতে চাকরি পেতে ব্যর্থ হয়ে বখতিয়ার কোথায় যান?

ক. তুর্কিতে খ. গজনিতে

গ. বদাউনে ঘ. মির্জাপুরে

৫. বখতিয়ার কোন বৌদ্ধবিহার জয় করেন?

ক. ওদস্ত বিহার খ. ওদন্দ বিহার

গ. উত্তর বিহার ঘ. দক্ষিণ বিহার

৬. বখতিয়ার নদীয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হলে তার সঙ্গে কত জন অশ্বারোহী সৈনিক ছিল?

ক. ১৫-১৬ জন খ. ১৭-১৮ জন

গ. ১৮-১৯ জন ঘ. ১৯-২০ জন

৭. বখতিয়ার কখন নদীয়া আক্রমণ করেন?

ক. ভোর বেলা খ. দুপুর বেলা

গ. বিকেল বেলা ঘ. সন্ধ্যা বেলা

৮. নদীয়া ত্যাগ করে বখতিয়ার কোথায় রাজধানী স্থাপন করেন?

ক. লক্ষণাবর্তী খ. ভাগবত

গ. ভিউলি ঘ. মির্জাপুর

উত্তর: ১.ঘ ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.খ ৮.ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম