Logo
Logo
×

টিউটোরিয়াল

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো

Icon

মহসিনা আক্তার

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো

প্রভাষক, ধনবাড়ি সরকারি কলেজ, টাঙ্গাইল

১ম পত্র : আদর্শ উদ্ভিদ কোষ অঙ্গাণু বিশ্লেষণ- (গলগি বডি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, E.R, লাইসোজোম)। কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের গঠন মডেল (ফ্লুইড মোজাইক)। মাস্টার মলিকিউল, DNA ও RNA এর মধ্যে পার্থক্য, Genetic Code, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন। অ্যামাইটোসিস, মাইটোসিস (প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ) কোষচক্র। মাইটোসিস ও মিয়োসিসের গুরুত্ব। ক্রসিংওভার। ভাইরাসের জীবিয় ও জড় বৈশিষ্ট্য, T2 কাজ, TMV-এর গঠন। লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্র। Covid19, ডেঙ্গু বিস্তারিত। ব্যাকটেরিয়ার গঠন, ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য, গুরুত্ব। ম্যালেরিয়া জ্বরের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, সাইজোগনি, সুপ্তাবস্থা, পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজনীয়তা। নগ্নবীজী ও আবৃতবীজীর মধ্যে পার্থক্য, কোরালয়েড মূল, পামফার্ণ, জীবন্ত জীবাশ্ম গোত্র- Poaceae ও Malvaceae-এর (পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, অর্থনৈতিক গুরুত্ব)। ভাজক ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, জাইলেম ও ফ্লোয়েম গঠন, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল, ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের চিত্র ও অন্তর্গঠন, দ্বিবীজপত্রী মূল। লবণ পরিশোষণ, লুন্ডেগড় মতবাদ, প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ, প্রস্বেদনের গুরুত্ব। সালোকসংশ্লেষণ- চক্রীয় ও অচক্রীয় ফটোফসকো রাইলেশন, C3 চক্র, C3 ও C4-এর গুরুত্ব, হিল বিক্রিয়া, লিমিটিংফ্যাক্টর। শ্বসন- গ্লাইকোলাইসিস, ETS, আলোকশ্বসন, ফার্মেন্টেশনের গুরুত্ব। শ্বাসনিক হার। In-vitro কালচার, R-DNA প্রযুক্তি, বর্ণনা ও গুরুত্ব, ট্রান্সজেনিক উদ্ভিদ, GMO, জিনোম সিকোয়েন্সিং, DNA 1 ফিঙ্গার প্রিন্ট।

২য় পত্র : সব মেরুদণ্ডী প্রাণীই কর্ডেট কিন্তু সব কর্ডেটই মেরুদণ্ডী নয়, কর্ডাটা পর্বের শ্রেণিসমূহ, প্রাণী বৈচিত্র্য, সিলোম, প্রতিসাম্যতা, ত্রিপদ নামকরণ, নন কর্ডাটা পর্বের তুলনামূলক আলোচনা। হাইড্রার গঠন, নিডোসাইডের গঠন, নেমাটোসিস্টের প্রকারভেদ ও সূত্রক নিক্ষেপের কৌশল, হাইড্রা পুনরুৎপত্তি, মিথোজীবিতা, শ্রমবণ্টন। পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং, ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র, ট্রাকিয়ালতন্ত্র, ওমাটিডিয়াম, দর্শন কৌশল, রূপান্তরে হরমোনের ভূমিকা। আঁইশ, ভেনাস হার্ট, রুই মাছ ও মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য, ফুলকার গঠন, হাইড্রোস্টাটিক অঙ্গ, রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। পরিপাক, দণ্ডসংকেত, পাকস্থলী, শর্করা, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা, মিশ্রগ্রন্থি, যকৃত বায়োকেমিক্যাল ল্যাবরেটরি, লালা, ক্ষুদ্রান্ত্র (খাদ্য পরিশোষণের একক), পরিপাকে স্নায়ুতন্তু ও হরমোনের ভূমিকা, স্থূলতা। রক্ত ও রক্ত কণিকাসমূহ, রক্ত জমাট বাঁধার কৌশল, লসিকা, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র, কার্ডিয়াক চক্র, কপাটিকাসমূহ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, ব্যারোরিসেপটর, মানবদেহে রক্ত সংবহন, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্টফেইলিউর, পেসমেকার, ওপেন হার্ট সার্জারি, এনজিওপ্লাস্টি। প্রশ্বাস ও নিশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রই, গ্যাসীয় বিনিময়, শ্বসনে শ্বাস রঞ্জকের ভূমিকা, সাইনুসাইটিস ও ওটাইটিস মিডিয়া, ধূমপায়ী ও অধূমপায়ীর ফুসফুস। কঙ্কালতন্ত্রের কাজ, বক্ষ অস্থি চক্র ও শ্রেণি চক্র সম্পৃক্ত সৃজনশীল, আদর্শ কশেরুকা, বক্ষপিঞ্জর, অস্থি ও তরুণাস্থি পার্থক্য, নিরেট অস্থির গঠন, ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃদ পেশির মধ্যে পার্থক্য, রডস ও লিভার তন্ত্র, হাড়ভাঙা রোগসমূহ। মেন্ডেলিজম, মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, মেন্ডেলের ১ম ও ২য় সূত্র, ব্যতিক্রমসমূহ, বন্ধ্যাতা, RH- factor. পাখিরা হলো মহিমান্বিত সরিসৃপ- ব্যাখ্যা, বিবর্তনের স্বপক্ষে প্রমাণসমূহ, ডারউইনিজম, ন্যামালিজম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম