শারীরিক ও মানসিক সুস্থতা বড় বিষয়
এম. এ. কালাম
প্রকাশ: ২০ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অধ্যক্ষ, গুলশান কমার্স কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশাকরি তোমরা সবাই তোমাদের চূড়ান্ত প্রস্তুতিটাও সম্পন্ন করেছ। তোমাদের সবার জন্য আমার শুভ কামনা রইল।
* এ মুহূর্তে নতুন কোনো টপিক পড়া যাবে না। শেষ মুহূর্তে নতুন কোনো বিষয় আত্মস্থ করা খুব কঠিন। তাই তোমরা এতদিন ধরে যে টপিকগুলো পড়েছ সেগুলোই বারবার পড়ে ভালোভাবে আত্মস্থ কর। * প্রশ্নের প্যাটার্ন বুঝে মাথা ঠান্ডা রেখে তোমাকে এখন পড়াশোনা করতে হবে। কারণ তোমাদের হাতে এখন সময় কম, তাই গতানুগতিকভাবে পড়াশোনা করা যাবে না। * সব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। কোনো বিষয়কে কম গুরুত্বপূর্ণ ভাবার সুযোগ নেই, কারণ সব বিষয়ের ফলাফলের ভিত্তিতেই তোমার ফলাফল তৈরি হবে। * এ সময় তোমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সব ধরনের ডিভাইস (যেমন- মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ ইত্যাদি) থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবে হবে। কারণ এগুলো তোমার শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যাঘাত ঘটাবে। * বহুনির্বাচনি অংশের জন্য তোমরা শুধু বিগত বছরের সব বোর্ডের প্রশ্নগুলো বারবার অনুশীলন করবে। বিশেষ করে গাণিতিক ক্যালকুলেশন সংবলিত যে বহুনির্বাচনি প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে বারবার প্র্যাকটিস কর। এতে পরীক্ষার হলে তোমার কম সময় লাগবে উত্তর করতে। * সৃজনশীল অংশে তুমি যে প্রশ্নগুলোর উত্তর সবচেয়ে ভালো পারবে সেগুলোই খাতায় লেখার জন্য নির্বাচন করবে। * পরীক্ষা সামনে তাই তোমাকে স্বাস্থ্যকর জীবন যাপনে অভ্যস্থ হতে হবে, যাতে তুমি অসুস্থ না হয়ে যাও। তাই তোমাদের এখন পড়াশোনার পাশাপাশি পুষ্টিকর পরিমিত খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং শরীরচর্চা করতে হবে। বিভিন্ন কোচিং সেন্টার বা অন্য কোনো উৎস থেকে সাজেশন, নোট ইত্যাদি থেকে দূরে থাকবে। কারণ এগুলো তোমার প্রস্তুতির ব্যাঘাত ঘটাবে। এ মুহূর্তে তোমার উচিত তুমি নিজে যা প্রস্তুতি নিয়েছ সেটিকে দৃঢ় করা।