এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
ভৌত রাশি এবং পরিমাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১০০। আপেক্ষিক তত্ত্ব কার?
উত্তর : আলবার্ট আইনস্টাইনের।
১০১। গতি বিষয়ক গাণিতিক সূত্র ও দোলকের সূত্র প্রদান করেন কে? উত্তর : গ্যালিলিও।
১০২। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি?
উত্তর : মৌলিক রাশি সাতটি।
১০৩। পদার্থবিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর : পাকিস্তান।
১০৪। মাইক্রোমিটার কি? উত্তর : মাইক্রোমিটার হলো দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক।
১০৫। যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয়?
উত্তর : পরীক্ষার শুরুর আগে
১০৬। আলো এক প্রকার তাড়িতচৌম্বক তরঙ্গ- উক্তিটি কার? উত্তর : জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
১০৭। History of Nature গ্রন্থের লেখক কে?
উত্তর : History of Nature গ্রন্থের লেখক আল-মাসুদী।
১০৮। ইউরোনিয়ামের তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর : বিজ্ঞানী বেকরেল।
১০৯। কোন শব্দ থেকে কেমিস্ট্রি নামের উদ্ভব?
উত্তর : আরবি শব্দ ‘আলকেমি’ থেকে কেমিস্ট্রি নামের উদ্ভব।
১১০। পদার্থের স্থিতিস্থাপকতার ধর্ম অনুসন্ধান করেন কে?
উত্তর : রবার্ট হুক।
১১১। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
উত্তর : রজার বেকন।
১১২। ভার্নিয়ার সমপাতনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : V
১১৩। লিভারের নীতি কে আবিষ্কার করেন?
উত্তর : গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস।
১১৪। লব্ধ রাশি কাকে বলে?
উত্তর : যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলে।
১১৫। ভাগ দ্বারা গঠিত লব্ধ একককে কীভাবে প্রকাশ করা হয়? উত্তর : ঋণাত্মক সূচকে
১১৬। বায়ুকলের কথা প্রথম কে লেখেন? উত্তর : আল-মাসুদী।
১১৭। পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল কে তৈরি করেন? উত্তর : লিউনার্দো দ্য ভিঞ্চি।
১১৮। 4 ন্যানো সেকেন্ডের সঠিক সংকেত কী?
উত্তর : 4 ns
১১৯। 10 গিগা জুলের সঠিক সংকেত কী? উত্তর : 10 GJ
১২০। এককের সংকেত কোন অক্ষর দ্বারা লিখতে হয়?
উত্তর : রোমান
১২১। এককের SI পদ্ধতি কত সালে চালু হয়?
উত্তর : ১৯৬০ সালে
১২২। পদার্থের অবিভাজ্য এবং এর এককের নাম পরমাণু দেন কে? উত্তর : ডেমোক্রিটাস।
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
কৃষি প্রযুক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৪। গম চাষের জন্য জমিকে কয়বার আড়াআড়ি চাষ দিতে হয়?
ক. ২ - ৩ বার খ. ৩ - ৪ বার
গ. ৪ - ৫ বার ঘ. ৫ - ৬ বার
২৫। বাংলাদেশে কোন জাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না?
ক. ডাল খ. গম
গ. সরিষা ঘ. ধান
২৬। কোন ডালের ক্ষেত্রে জমিতে দুই একটি চাষ দেওয়া হয়?
ক. মাষকলাই খ. মুগ
গ. মসুর ঘ. অড়হর
২৭। আলুর জমি কতবার চাষ দিতে হয়?
ক. ২ - ৩ বার খ. ৩ - ৪ বার
গ. ৪ - ৫ বার ঘ. ৫ - ৬ বার
২৮। আলু চাষের প্রত্যেকটি নালার গভীরতা কত হতে হয়?
ক. ৮ - ১০ সে.মি. খ. ১০ - ১২ সে.মি.
গ. ১২ - ১৫ সে.মি. ঘ. ১৫ - ১৬ সে.মি
২৯। আলু চাষে একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব কত হতে হয়?
ক. ৬০ সে.মি. খ. ৫০ সে.মি.
গ. ৪০ সে.মি. ঘ. ৩০ সে.মি.
৩০। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?
ক. সেচ কাজ খ. সার প্রয়োগ
গ. ভূমি কর্ষণ ঘ. বীজ রোপণ
৩১। খনার বচন অনুসারে মুলার জন্য কয়টি চাষ দিতে হয়?
ক. ষোলটি খ. পনেরটি
গ. বারটি ঘ. আটটি
৩২। ‘বিনা চাষ’ প্রথা প্রচলন হয়েছে কোন চাষের ধারণা থেকে?
ক. মুলা খ. তুলা
গ. ধান ঘ. পান
৩৩। কোন ধরনের মাটিতে ৫/৬ বার চাষের প্রয়োজন হয়?
ক. দোআঁশ মাটি খ. বেলে মাটি
গ. কাদা মাটি ঘ. পলি মাটি
৩৪। মাটির নিচের পোকাগুলো হলো-
i. উইপোকা ii. উরচুঙ্গা iii. পিপীলিকা
নিচের কোনটি সঠিক?
ক. i I ii খ. i I iii
গ. ii I iii ঘ. i, ii I iii
উত্তর : ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.গ ৩১.ক ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ