পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা
আকাইদ-বিশ্বাস
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫৯। মহান আল্লাহর কী দিয়ে বিভিন্ন রকমের প্রাণী ও জীবজন্তু লালন পালন করেন?
ক. টাকা দিয়ে খ. বিভিন্ন রকমের খাদ্য দিয়ে
গ. বস্ত্র দিয়ে ঘ. টাকা ও বস্ত্র দিয়ে
৬০। কী ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না?
ক. নাইট্রোজেন খ. গ্যাস
গ. বিদ্যুৎ ঘ. অক্সিজেন
৬১। আমাদের জন্য মহান আল্লাহতায়ালা শক্তির উৎস হিসাবে কী সৃষ্টি করেছেন?
ক. চাঁদ খ. সূর্য
গ. নক্ষত্র ঘ. ধূমকেতু
৬২। পানি যাতে বিশুদ্ধ থাকে সেজন্য আমাদের যত্ন নিতে হবে। কারণ পানির যত্ন না নিলে-
ক. সারা দেশে বন্যা হবে
খ. পানি একসময় শেষ হয়ে যাবে
গ. আমরা রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ব
ঘ. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে
৬৩। “তোমরা যে পানি পান কর সে সম্পর্কে ভেবে দেখেছে কি? এ পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আন, না আমি বর্ষণ করি।” আয়াতটি কোন সূরার?
ক. সূরা আল বাকারা খ. সূরা নাস
গ. সূরা ওয়াকিয়া ঘ. সূরা আল-ইমরান
৬৪। আল্লাহতায়ালার দান-
ক. ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ
খ. কলম, পেনসিল, খাতা
গ. আলো, বাতাস, পানি
ঘ. মোবাইল, রেডিও, টেলিভিশন
৬৫। মহান আল্লাহ কীভাবে মানুষ, জীবজন্তুর, পশুপাখি ইত্যাদিকে চিরদিনের জন্য পানির সৃষ্টি ও সরবরাহ নিশ্চিত করেছেন?
ক. নদীর মাধ্যমে খ. পানিচক্রের মাধ্যমে
গ. বৃষ্টির মাধ্যমে ঘ. বন্যার মাধ্যমে
৬৬। মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসাবে আমাদের কী করা উচিত?
ক. আল্লাহর প্রতি ভরসা রাখা
খ. স্বপ্নের মাধ্যমে আল্লাহকে স্মরণ রাখা
গ. আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা
ঘ. আল্লাহর প্রতি আন্তরিক থাকা
৬৭। “যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’ এরপর অবিচলিত থাকে। তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের কথা দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও।” আয়াতটি কোন সূরার?
ক. সূরা জুমার খ. সূরা হা-মিম সাজাদাহ
গ. সূরা নিসা ঘ. সূরা বাকারা
৬৮। আল্লাহ গাফুরুন নামের অর্থ কী?
ক. আল্লাহ অতি ক্ষমতাশীল খ. সর্বশ্রোতা
গ. আল্লাহ অতি সহনশীল ঘ. আল্লাহ সর্বশক্তিমান
৬৯। আল্লাহতায়ালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহতায়ালা কী করেন?
ক. তাকে শাস্তি দেন খ. তাকে জান্নাতে পাঠান
গ. তাকে ক্ষমা করে দেন
ঘ. তাকে জাহান্নামে নিক্ষেপ করেন
৭০। কোন অপরাধীকে মহান আল্লাহতায়ালা ক্ষমা করেন?
ক. যে অপরাধের পর আত্মতৃপ্তি পায়
খ. যে ক্ষমা চায় এবং অনুতাপে চোখের পানি ফেলে
গ. যে গোপনে অপরাধ করে
ঘ. যে অপরাধীর পর নিজেকে শাস্তি দেয়
৭১। হঠাৎ তুমি একটি মারাত্মক পাপের কাজ করে ফেলেছ। এখন তোমার করণীয় কী?
ক. আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে
খ. খাওয়া দাওয়া বন্ধ করে দেবে
গ. নিজেকে কঠিন শাস্তি দিবে
ঘ. বেশি বেশি জাকাত প্রদান করবে
৭২। “হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।” আয়াতটি কোন সূরার।
ক. সূরা নিসা খ. সূরা জুমার
গ. সূরা হা-মিম সাজাদাহ ঘ. সূরা লোকমান
৭৩। আল্লাহ হালীমুন অর্থ কী?
ক. আল্লাহ সর্বশ্রোতা খ. আল্লাহ সর্বদ্রষ্টা
গ. আল্লাহ সর্বশক্তিমান ঘ. আল্লাহ অতি সহনশীল
৭৪। আমরা অনেক সময় কী করি?
ক. অপরাধ খ. পাগলামি
গ. অভিনয় ঘ. তামাশা
৭৫। আল্লাহতায়ালা যদি আমাদের অপরাধের জন্য সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন তাহলে আমাদের অবস্থা কী হতো?
ক. পাগল হয়ে যেতাম
খ. আমরা কেউ বাঁচতে পারতাম না
গ. জান্নাতি হতাম
ঘ. ধনসম্পদের মালিক হতাম
৭৬। “আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল।” বাণীটি কার?
ক. আল্লাহতায়ালার খ. মহানবি (সা.)-এর
গ. হজরত আলী (রা.)-এর ঘ. হজরত দাউদ (আ.) এর
৭৭। মহান আল্লাহতায়ালা আমাদের প্রতি সহনশীল। সুতারাং আমাদের দায়িত্ব হলো-
ক. খুশি জীবনযাপন করা খ. ঝগড়াবিবাদ করা
গ. নিজেরা সহনশীল হওয়ার চেষ্টা করা
ঘ. সবার খোঁজখবর নেওয়া
৭৮। আমরা প্রতিনিয়ত কুরিপুর তাড়নায় এবং শয়তানের প্ররোচনায় বিভিন্ন পাপকার্য করার পরও আল্লাহতায়ালা আমাদের শাস্তি দেন না। এটি কিসের উদাহরণ?
ক. সর্বশ্রোতার খ. অতি সহনশীলতার
গ. সর্বদ্রষ্টার ঘ. সর্বশক্তিমানের
৭৯। তোমার এক আত্মীয় তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে। এ অবস্থায় তোমার করণীয় কী?
ক. তার প্রতি সহনশীল হব
খ. তার প্রতি বিরূপ ধারণা পোষণ করব
গ. তার শাস্তির ব্যবস্থা করব
ঘ. তার সঙ্গ ত্যাগ করব
৮০। আল্লাহু সামীউন অর্থ কী?
ক. আল্লাহ অতি ক্ষমাশীল খ. আল্লাহ সর্বশক্তিমান
গ. আল্লাহর সর্বদ্রষ্টা ঘ. অল্লাহ সর্বশ্রোতা
৮১। সর্বশ্রোতা কে?
ক. আল্লাহ খ. মহানবি (সা.)
গ. মুমিন বান্দাগণ ঘ. শয়তান
৮২। আমাদের মনের সব পরিকল্পনার খবর-
ক. আমরাই কেবল জানি
খ. অন্য কেউ জানতে পারে না।
গ. আল্লাহতায়ালা জানেন
ঘ. সবাই জানতে পারে
৮৩। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। -আয়াতটি কোন সূরার?
ক. সূরা লোকমান খ. সূরা নিসা
গ. সূরা বাকারা ঘ. সূরা যুমার
৮৪। আল্লাহ বাসিরুন অর্থ কী?
ক. আল্লাহ পরাক্রমশালী খ. আল্লাহ সর্বশক্তিমান
গ. আল্লাহ সর্বদ্রষ্টা ঘ. আল্লাহ সর্বশ্রোতা
৮৫। কার কাছে অদৃশ্য কিছুই নেই?
ক. হজরত আদম (আ.)-এর খ. নবি-রাসূলগণে
গ. আল্লাহতায়ালার ঘ. মহানবি (সা.)-এর
৮৬। “নিশ্চয় আল্লাহ সব জানেন, সব শোনেন।” উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহতায়ালা খ. মহানবি (সা.)
গ. হজরত আদম (আ.) ঘ. মুমিনগণ
উত্তর : ৫৯খ ৬০ঘ ৬১খ ৬২গ ৬৩ গ ৬৪গ ৬৫খ ৬৬খ ৬৭খ ৬৮ক ৬৯গ ৭০খ ৭১ক ৭২খ ৭৩ঘ ৭৪ক ৭৫খ ৭৬ক ৭৭গ ৭৮খ ৭৯ক ৮০ঘ ৮১ক ৮২গ ৮৩গ ৮৪গ ৮৫গ ৮৬ক।