Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

সিনিয়র শিক্ষক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৬৯। মূলের অগ্রভাগে কোন বিভাজন ঘটে?

ক) অ্যামাইটোসিস খ) অস্বাভাবিক গ) মিয়োসিস হুঘ) মাইটোসিস

৭০। নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে?

ক) স্নায়ু কোষে খ) স্থায়ী টিস্যুর কোষে

গ) লোহিত রক্ত কণিকা হুঘ) বর্ধনশীল পাতার কোষে

৭১। মিয়োসিস কোষ বিভাজন হয় -

i. জনন কোষ থেকে পুং গ্যামেট তৈরির সময়

ii. জনন কোষ থেকে স্ত্রী গ্যামেট তৈরির সময়

iii. ভ্রণ পরিস্ফুটনের সময়

নিচের কোনটি সঠিক?

হুক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ)i, ii ও iii

৭২। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?

ক) মেটাফেজ খ) এনাফেজ হুগ) প্রোফেজ ঘ) টেলোফেজ

৭৩। নিউক্লিয়াসের বিভাজন -

i. প্রথম পর্যায়ে শুরু হয়

ii. ক্যারিওকাইনেসিস

iii. সাইটোকাইনেসিস

নিচের কোনটি সঠিক?

হুক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i , ii ও iii

৭৪। প্রোফেজ দশাতে -

i. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়

ii. নিউক্লিয়াস আকারে বড় হয়

iii. ক্রোমোজোম হতে ক্রোমাটিড গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

হুগ) ii ও iii ঘ) i, ii ও iii

৭৫। মাইটোসিস বিভাজনের স্বল্পস্থায়ী ধাপ কোনটি?

ক) মেটাফেজ খ) অ্যানাফেজ হুগ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

৭৬। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়?

ক) প্রোফেজ খ) অ্যানাফেজ

হুগ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

৭৭। কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?

ক) প্রোফেজ খ) মেটাফেজ

হুগ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

৭৮। ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায় কোন দশাতে?

ক) টেলোফেজ খ) অ্যানাফেজ গ) প্রো-মেটাফেজ হুঘ) মেটাফেজ

৭৯। কোন ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার দিয়ে আটকে থাকে?

হুক) মেটাফেজ খ) অ্যানাফেজ গ) প্রোফেজ ঘ) টেলোফেজ

৮০। কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?

ক) মেটাফেজ হুখ) অ্যানাফেজ

গ) প্রোফেজ ঘ) টেলোফেজ

৮১। কোন ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?

ক) মেটাফেজ খ) অ্যানাফেজ গ) প্রোফেজ হুঘ) টেলোফেজ

৮২। প্রো-মেটাফেজ দশাতে -

i. নিউক্লিওলাস বিলুপ্ত হয়

ii. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়

iii. ক্রোমাটিড গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

হুক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম