Logo
Logo
×

দশ দিগন্ত

ক্রিমিয়া রাশিয়ারই থাকবে : ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউক্রেনের দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অধীনেই থাকবে। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘ক্রিমিয়া রাশিয়ার সঙ্গেই থাকবে এবং (ইউক্রেনের প্রেসিডেন্ট) জেলেনস্কি সেটা বোঝেন’। রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক শুরুর করার কিছুক্ষণ আগে মন্তব্যগুলো প্রকাশিত হয়। রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো-ও। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সম্ভাব্য একটা পরিস্থিতি হচ্ছে, কিছু ভূখণ্ডের দখল ছেড়ে দেওয়া। এটা মোটেও ন্যায্য নয়। তবে ক্ষণস্থায়ী শান্তির জন্য হলেও এটা একটা সমাধান হতে পারে। শান্তির জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হয়তো বেদনাদায়ক কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। এসব সমঝোতা আলোচনার মাঝেই রাশিয়ার সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। মস্কোর পূর্বে বালাশিখা শহরে শুক্রবার এই হামলায় মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম