Logo
Logo
×

দশ দিগন্ত

থমথমে কাশ্মীরে সুনসান নীরবতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে কাশ্মীরজুড়ে। চারদিকে সুনসান নীরবতা। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ। জোরদার হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পর্যটকদের হোটেলে থাকতে বলা হয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান। গণপরিবহণ চলাচলও কম। ৩৫ বছরের মধ্যে এবারই প্রথম (বুধবার) কাশ্মীরকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। আলজাজিরা, এনডিটিভি। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। হামলায় কমপক্ষে ২৬ পর্যটকের মৃত্যুর পাশাপাশি অনেকে আহত হয়েছেন। পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন তিন ব্যক্তির স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। তারা তিনজনই পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছেন তারা। ওই তিন ব্যক্তি হলেন-আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। হামলার সময় তিনজন কোড নাম হিসাবে ব্যবহার করেছেন মুসা, ইউনুস ও আসিফ। হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের সহায়তা নিয়ে তিনজনের স্কেচ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এই হামলা নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম আরওয়াই নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলা হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ভারতের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তারা রাজনৈতিক ফায়দা নিতে এই ধরনের হামলা ঘটাতে পারে। অন্যদিকে পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার খবর পাওয়ার পরই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছান। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে মন্ত্রিসভায় বৈঠক করেছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম