Logo
Logo
×

দশ দিগন্ত

এক সপ্তাহে তেলের দাম বাড়ল ৯ শতাংশ

Icon

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের সম্ভাবনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। ইরানের হামলার পর থেকে গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৯ শতাংশের বেশি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম বেড়েছে। শতকরা হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ১ অংশ। এছাড়া ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৫ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩৮ ডলারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম