Logo
Logo
×

তারাঝিলমিল

বেজবাবার প্রত্যাবর্তনে ভক্তদের উচ্ছ্বাস

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দীর্ঘ এক বছর পর স্টেজে উঠলেন অর্থহীন ব্যান্ডের দলনেতা ও বেজিস্ট বেজবাবা সুমন। সাত মাসের চিকিৎসা শেষে মঞ্চে উঠেছিলেন এ গায়ক-গিটারিস্ট। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে অংশ নেন এ তারকা। আর এতে করে প্রিয় তারকার মঞ্চে প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। দীর্ঘদিন মঞ্চের বাইরে থেকে খুব একটা যে ভালো ছিলেন না সেটা জানান সুমন। মঞ্চে উঠেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন হাসপাতালের বিছানায় কাতরানোর সেই বেদনাময় দিনের কথা। সুমন বলেন, ‘গত ৭ মাসের বেশির ভাগ সময় আমি দেশে ছিলাম না। এ সময় অনেক কিছু ঘটে গেছে। বিপ্লব-গণঅভ্যুত্থান হয়েছে। নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। তবে এ সময়গুলোতে আমার হাসপাতালে শুয়ে কাটাতে হয়েছে। কারণ গত সাত মাসে আমার শরীরে ১১টি অস্ত্রোপাচার হয়েছে। এখন বলা যায়, আপাতত সুস্থ। তাই ফেরা।’ তবে এখন নিয়মিত গান গাইবেন বলেও আশা প্রকাশ করেন এ গায়ক। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। ২০১৭ সালে গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। পরে তাকে আবার চিকিৎসা নিতে হয়। ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন সুমন। পরিবর্তন করতে হয়েছে তার মেরুদণ্ডের ডিস্ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম