Logo
Logo
×

তারাঝিলমিল

শাহরুখের ঘাড়ে নিশ্বাস ফেলছেন শ্রদ্ধা!

বলিউডে ‘বাদশা’ নামেই খ্যাত শাহরুখ খান। ২০১৭ সালে সর্বশেষ রিলিজের পর চার বছরের বিরতি দিয়ে যখন পর্দায় ফিরছিলেন, তখনো অনেকের কপালে ভাঁজ দেখা গিয়েছিল। পারবেন তো শাহরুখ? বেশির ভাগ সমালোচক তো একবাক্যে সাফল্যের চাবি ছুড়ে ফেলে দিয়েছিলেন সমালোচনার মহাসমুদ্রে। কিন্তু দক্ষ সাঁতারু শাহরুখ। ঠিকই তুলে নিয়েছেন সেই চাবি।

Icon

শাহনাজ হেনা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০২৩ সালে দুটি ব্লকবাস্টার ও একটি হিট (পাঠান, জওয়ান ও ডাঙ্কি) দিয়ে নিন্দুকের মুখে তালা লাগিয়ে দিয়েছেন শাহরুখ খান। শুধু তাই নয়, হিন্দি সিনেমার ইতিহাসেও ‘জওয়ান’ দিয়ে নাম লিখিয়েছেন। শুধু ভারতের বাজারেই ৬৪০.৪২ কোটি রুপি আয় করে সিনেমাটি সর্বকালের সেরা আয়ের রেকর্ডও দখলে নিয়েছে। কিন্তু সম্প্রতি তার এ রেকর্ডে ভাগ বসাতে চাইছে ‘স্ত্রী-২’। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এ সিনেমাটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’র সিক্যুয়াল। নাম ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা। মুক্তির ৪৯তম দিনে মাত্র ৬০ কোটি রুপি বাজেটের ‘স্ত্রী-২’ শুধু ভারতেই বক্স অফিস কালেকশন ৬১৫ কোটির রুপিরও বেশি। বলা যায়, শাহরুখের ঘাড়ে নিশ্বাস ফেলছেন শ্রদ্ধা! হরর-কমেডি ফিকশনটি তার থিয়েট্রিক্যাল পথচলায় ভাবনার চেয়েও বেশি প্রত্যাশা ছাড়িয়ে গেছে। শাহরুখ ‘জওয়ান’ নিয়ে পর্দায় বলা যায় একাই রাজত্ব করেছেন। আশপাশে যুদ্ধ করার মতো কেউ ছিল না। কিন্তু ‘স্ত্রী-২’ লড়েছে অক্ষয় কুমারের ‘খেলা খেল মে’র সঙ্গে। যদিও অক্ষয়ের ভাগ্য সহায় হচ্ছে না। তবু এত বড় তারকার সঙ্গে পাল্লা দিয়ে শ্রদ্ধার রীতিমতো ইতিহাস গড়া চাট্টিখানি কথা নয়। অন্যদিকে দক্ষিণের জুনিয়র এনটিআরও হাজির ছিলেন তার নতুন সিনেমা নিয়ে। অনেকেই ভেবেছিলেন, ‘স্ত্রী-২’ এনটিআরের আগমনের কারণে প্রভাবিত হবে। হরর-কমেডি ফ্লিকটি থিয়েটার থেকে সরিয়ে দেওয়ারও ভাবনা এসেছিল কারও কারও মাথায়। কিন্তু স্পষ্টতই, এটি প্রতিটি রোডব্লক অতিক্রম করেছে এবং বক্স অফিসে অপ্রতিরোধ্য ইতিহাস গড়েছে। এক সপ্তাহ পর ‘স্ত্রী-২’ মুক্তির দুই মাস অতিক্রম করবে। সপ্তম সপ্তাহে এর আয় ছিল ৬.৪ কোটি রুপি, যা ষষ্ঠ সপ্তাহ থেকে ১৩ কোটি কম। তাই ধরে নেওয়া হচ্ছে অষ্টম সপ্তাহে সপ্তম থেকে আয় কমবে। তবু সিনেমাটি ব্লকবাস্টার। সাফল্য শীর্ষ চূড়াকেও ছাড়িয়ে গেছে। তথাপিও ‘স্ত্রী-২’র জন্য একমাত্র দুর্ভাগ্যজনক অংশটি হলো, যথেষ্ট ব্যবধানের কারণে এ রকম একটি অসাধারণ দৌড় সত্ত্বেও এটি তার জীবদ্দশায় ‘জওয়ান’কে (৬৪০.৪২ কোটি) পরাজিত করতে সক্ষম হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম