Logo
Logo
×

তারাঝিলমিল

সিনেমা নির্মাণের ক্ষেত্রে স্বাধীনতা চান সিয়াম

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দেশের চলমান বন্যা পরিস্থিতি-সব সময় মানুষের পাশে থেকেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ সময়টা রাজপথ ও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এ নায়ক। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো কাজের পরিবেশ নেই। তাই শুটিং করছেন না সিয়াম। অপেক্ষায় আছেন ভালো সময়ের। তবে পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের অনেক কিছুই সংস্কারের দাবি উঠছে। ইতোমধ্যেই সিনেমাসংশ্লিষ্টরা আওয়াজ তুলেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ড নিয়ে। অনেকেই চাইছেন না বোর্ড থাকুক, আবার অনেকেই বলছেন বোর্ড থাকতে পারে, তবে সেখানে সঠিক মানুষ যেন থাকে। এসব আলোচনার মধ্যে এ বিষয়টি নিয়ে নিজের অভিমত জানালেন সিয়াম। তিনি বলেন, ‘সেন্সর নিয়ে তো অনেক প্রশ্ন আছেই। সেন্সরের কারণে অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়। সিনেমার গল্প বলার সময় বাধ্যবাধকতা থাকায় স্বাধীনভাবে নির্মাণ সম্ভব হয় না। সিনেমা তো একটা আর্ট। সিনেমা এগোবে গল্পের প্রয়োজনে। পরিচালক চাইলেও পর্দায় অনেক কিছু দেখাতে পারেন না। পরিচালক ও অভিনয়শিল্পীদের সেই স্বাধীনতা দিতে হবে। সিনেমায় কাজের জন্য যদি কোর্টে যাওয়া লাগে বা লিগ্যাল নোটিশ দেওয়া হয়, সেগুলো তো একজন শিল্পীর জন্য খুব ভয়ংকর।’ তিনি আরও বলেন, ‘সবাই এক হয়ে কাজ করলেই শুধু সিনেমা ইন্ডাস্ট্রিতে জাগরণ তৈরি করা সম্ভব। এখানে অনেকেই আছেন, যাদের উপার্জন নির্ভর করে এ ইন্ডাস্ট্রির ওপর। এখন যদি সিনেমায় কাজ না হয়, তাহলে ইন্ডাস্ট্রির সঙ্গে য্ক্তু মানুষের অর্থের জোগান হবে না। একটা প্রডাকশন যদি কাজ শুরু করতে না পারে, তাহলে আরও ২০০ মানুষ আয় করতে পারবে না। তাদের আয়ের রাস্তাটা বন্ধ হয়ে থাকবে।’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম