Logo
Logo
×

টি ২০ বিশ্বকাপ ২০২৪

ব্যর্থ ক্রিকেটারদের পক্ষে বিসিবির সাফাই

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে এবং হাই পারফরম্যান্স দল (এইচপি) রয়েছে রাজশাহীতে। তাদের ক্যাম্প চলছে। সামনে এ দুদলের বেশ কয়েকটি সিরিজ রয়েছে। এদিকে বাংলাদেশ দল শুক্রবার দেশে ফিরেছে। একদিন পর লিটন দাস ও সৌম্য সরকার ফিরেছেন শনিবার। ক্রিকেটারদের ১৫ দিনের ছুটি চলছে। ছুটি শেষে আবার ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। কোচিং স্টাফের বিদেশি সদস্যরাও চলে আসবেন। বিশ্বকাপ নিয়ে আর কিছুদিন আলোচনা-সমালোচনা শেষেই সব আগের মতো ভুলে যাবে সবাই। এরই মধ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস অধিনায়ক, ক্রিকেটার ও কোচিং স্টাফের পক্ষে সাফাই গাওয়া শুরু করেছেন। ২ জুলাই বিসিবির সভায় বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে। জালাল ইউনুস বলেন, ‘আমরা নাজমুল হোসেন শান্তকে এক বছরের জন্য অধিনায়ক করেছি। এখন পর্যন্ত এ বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে সহঅধিনায়ক হিসাবে। শান্ত সামনে থেকে নেতৃত্ব দিতে পারে।’

টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের অন্য খেলোয়াড়দের মতো নাজমুলের পারফরম্যান্সও হতাশাজনক। প্রশ্ন উঠেছে তার অধিনায়কত্ব নিয়ে। বাজে সিদ্ধান্ত ও আগ্রাসী মনোভাব না দেখে অনেকে অবাক। জালাল ইউনুস বলেন, ‘এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না, এ বিষয় নিয়ে আমি এখনই কিছু বলতে পারব না। সব কিছু বোর্ডের সিদ্ধান্তে হয়।’ তিনি বলেন, ‘সাকিব-মাহমুদউল্লাহ কারও নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। টি ২০ দলে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই রয়েছে। দলে পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।’

ব্যাটারদের পক্ষ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ব্যাটিংয়ে এভাবে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে এর আগে কখনো দেখিনি। টপঅর্ডারের পর মিডল অর্ডারেও আমরা ব্যর্থ হয়েছি। মাঠে গিয়ে কেউ খারাপ খেলতে চায় না। ব্যাটিংয়ের যেসব জায়গায় দুর্বলতা আছে, সেগুলো খুঁজে বের করে কাজ করতে হবে।’ কোচিং স্টাফ নিয়ে তিনি বলেন, ‘ভুলভ্রান্তি থাকতে পারে। কেন ভুলভ্রান্তি হলো সেটা বের করতে হবে আমাদের। টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের মধ্যে কোনো দূরত্ব ছিল কি না। সাধারণত কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত থাকে বেশি। সিদ্ধান্ত কোনো সময় সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে।’

জালাল ইউনুস বলেন, ‘আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। বিশেষ করে রিশাদ। নিজেকে প্রমাণ করতে তার জন্য এটা ছিল বড় মঞ্চ। সব মিলে এই বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। বিশ্বকাপে আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। আমরা সেটা করতে পেরেছি। তবে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো ব্যাট করিনি। প্রথম রাউন্ডের চার ম্যাচের চারটিতেই কিন্তু আমরা জিততে পারতাম।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম