
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ এএম
ইতালির বিদায়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে জার্মানিতে এসে শেষ ষোলো থেকেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ইতালি। শনিবার বার্লিনে নকআউট পর্বের প্রথম ম্যাচে ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। সুইসদের ঐতিহাসিক জয় এনে দেওয়া গোল দুটি করেন রেমো ফ্রেলার ও রুবেন ভার্গাস। পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে ইতালি। ১৯৯৩ সালের পর ইতালির বিপক্ষে এটাই সুইজারল্যান্ডের প্রথম জয়। দুই দশক পর ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিতে হলো আজ্জুরিদের।