Logo
Logo
×

সুরঞ্জনা

যাই তবু এগিয়ে

সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হালা আলকারিব

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হালা আলকারিবের জন্ম সুদানে। শৈশব কাটে সেখানেই। তারপর একসময় চলে আসেন কানাডায়। হালা আলকারিব একজন মানবাধিকারকর্মী ও লেখক। তিনি ‘স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ফর উইমেন ইন দ্য হর্ন অফ আফ্রিকা’ বা সিহার আঞ্চলিক পরিচালক হিসাবে নেতৃত্ব দিয়ে নারী নির্যাতনের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসেন। মূলত যুদ্ধে যৌন সহিংসতা বিষয়ক অ্যাক্টিভিস্ট হালা। যে কোনো যুদ্ধে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবসময় সোচ্চার এক কণ্ঠ হালা আলকারিব।

২০২৩ সালের এপ্রিলে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর সিহা সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার নজরদারি করছে হালার প্রতিষ্ঠান এবং ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীদের সহায়তা দিচ্ছে নিয়মিত।

২০২৪ সালের অক্টোবরে জাতিসংঘের একটি রিপোর্টে সিহা সংঘাতের অতুলনীয় মাত্রা সম্পর্কে সতর্ক করা হয় এবং দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের বিরুদ্ধে অমানবিক অপরাধ এর অভিযোগ তোলা হয়। যদিও আরএসএফ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ওই রিপোর্ট অনুযায়ী, জুলাই ২০২৪ পর্যন্ত সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার শিকার অন্তত ৪০০ জনকে সহায়তার জন্য রেফার করা হয়। রিপোর্টে এটিকে হিমশৈলের চূড়া হিসাবে উল্লেখ করা হয়।

হালা আলকারিব তার জীবনের বড় অংশটাই অতিবাহিত করছেন নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থেকে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার বিরুদ্ধে হালা তার কণ্ঠকে হিমালয় সমান উচ্চতায় তুলে ধরতে দ্বিধাবোধ করেননি কখনো। তাই বিশ্বের যে কোনো নারীই হালার কাছ থেকে নিতে পারেন বেঁচে থাকার প্রেরণা।

রাফিয়া আক্তার : বিবিসি বাংলা অবলম্বনে

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম