
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেলেন ২২ বছর বয়সি পেসার তানজিম হাসান। সাদা বলের ফরম্যাটে ২৮ ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তানজিমের লাল বলের ক্রিকেটে খেলা হবে এই প্রথম। এদিকে ইনজুরির দরুন এই সিরিজে পাওয়া যাবে না আরেক পেসার তাসকিন আহমেদকে। পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। তাসকিনের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদকে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখে ১৫ জনের দলে অপর দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। চার বিশেষজ্ঞ পেসারের সঙ্গে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
বিসিবি মঙ্গলবার প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। দলে ফিরেছেন মুশফিকুর রহিম। চোট তাকে ছিটকে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সম্প্রতি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ায় লিটন দাসও থাকছেন না টেস্ট সিরিজে। করাচি কিংসের হয়ে পিএসএলে খেলবেন লিটন।
২০২৪ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা পারফরমার ছিলেন তানজিম হাসান। ১৩.৫৪ গড়ে ১১ উইকেট নিয়েছিলেন এই ডান-হাতি পেসার। ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স ছিল তার নেপালের বিরুদ্ধে সাত রানে চার উইকেট।
সিলেট ও চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দুটি শুরু হবে যথাক্রমে ২০ ও ২৮ এপ্রিল।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম
জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী
মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান
নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।