
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
৪২ মিনিটে ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় ঢাকা আবাহনী। বাকি ৭৮ মিনিট ১১ জনের কিংসের সঙ্গে সমানতালে লড়েছে তারা। মঙ্গলবার কুমিল্লায় ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় আবাহনী। খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ঝলক দেখান কোচ মারুফুল হকের শিষ্যরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে আবাহনী ৪-২ গোলে কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। টাইব্রেকারে কিংসের বদলি গোলকিপার আনিসুর রহমান জিকো আবাহনীর জাফর ইকবালের প্রথম শট আটকে দেন। যদিও রাফায়েল, সবুজ, এমেকা ও ইব্রাহিমের শট রুখতে পারেননি তিনি। অন্যদিকে কিংসের ফার্নান্দেজ ও শেখ মোরসালিন গোল পেয়েছেন। তবে রাব্বি হোসেনের শট আটকে দিয়ে আবাহনীর গোলকিপার মিতুল মারমা ম্যাচসেরার পুরস্কার জেতেন। ঢাকার মাঠে প্রথমবার খেলতে নামা ব্রাজিলের ডিফেন্ডার ডেসিল সান্তোসের শট বারের ওপর দিয়ে যায়। হারলেও তাদের আশা শেষ হয়ে যায়নি। ১৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রহমতগঞ্জ মুখোমুখি হবে কিংসের। যে দল জিতবে তারা ট্রফির জন্য আবাহনীর বিপক্ষে লড়বে ২২ এপ্রিল।
ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দুই দলই দুই বিদেশি নিয়ে মাঠে নামে। প্রচণ্ড গরমে দুই দলের স্বাভাবিক খেলায় বিঘ্ন ঘটে। কুলিং ব্রেকের পর আক্রমণের ধার বাড়ায় কিংস; কিন্তু মিতুল মারমকে হার মানানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৪২ মিনিটে ধাক্কা খায় আবাহনী। ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আসাদুজ্জামান বাবলু। মাঠ ছেড়ে যাওয়ার সময় পানির গ্লাস মাটিতে ছুড়ে নিজের ওপর হতাশা প্রকাশ করতে দেখা যায় এই ডিফেন্ডারকে। ১০ জনের দলে পরিণত হওয়ায় রক্ষণের শক্তি বাড়াতে মিডফিল্ডার রবিউল হাসানকে তুলে ডিফেন্ডার শাকিল হোসেনকে নামান আবাহনী কোচ মারুফুল। বিরতির পর ১০ জনের আবাহনীর ওপর চেপে বসে কিংস। তবে যেভাবে গোলের আক্রমণ হওয়ার কথা তা হয়নি। তাদের একমাত্র গোলটি আসে ৫৫ মিনিটে। আকাশি-হলুদ শিবিরের গোলকিপার ও ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সহজেই গোল করেন মজিবর রহমান। ব্রাজিলিয়ান ফার্নান্দেজের ক্রসে জনি প্লেসিং করেন (১-০)। ৮৪ মিনিটে আবাহনী সমতায় ফেরে। রাফায়েলের ফ্রি-কিকে বদলি ফরোয়ার্ড আরমান ফয়সাল প্লেসিং করতে ভুল করেননি (১-১)। অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। মৌসুমে এ নিয়ে টানা দ্বিতীয়বার কিংসকে হারাল আবাহনী। এর আগে লিগেও আকাশি-হলুদদের কাছে হেরেছিল কিংস।
এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এলিমিনেটরে আগে গোল করেও জিততে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। কামাল বাবুর রহমতগঞ্জ ২-১ গোলে গোপীবাগের দলকে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।