
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের সবশেষ টেস্টে চোট ও ব্যক্তিগত কারণে দলে ছিলেন না শন উইলিয়ামস ও নিয়মিত অধিনায়ক ক্রেগ আরভিন। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য সোমবার রাতে অভিজ্ঞদের ফিরিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দুই অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামস ও আরভিন ছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে ফেরার তালিকায় আছেন বাঁ-হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ও কিপার-ব্যাটার তাফাদজাওয়া সিগা। দুজনই দলে ফিরেছেন প্রায় দুই বছর পর। দলে একমাত্র নতুন মুখ লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ২০২০ সালের পর এই প্রথম টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।