
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি ২০ মিলিয়ে আট ম্যাচের সাতটিতেই হেরেছে পাকিস্তান। দলের এমন যাচ্ছেতাই পারফরম্যান্সে ক্ষুব্ধ বাসিত আলী অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদকে দ্রুত দায়িত্ব ছাড়তে বললেন। পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলীল মতে, সাবেক পেসার আকিব কাজ চালিয়ে গেলে বাংলাদেশের বিপক্ষেও হারবে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। জুলাইয়ে আবার তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তার আগেই পাকিস্তানের কোচের পদে পরিবর্তন চান বাসিত। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘এখনই আকিবের সরে দাঁড়ানো উচিত। সে যদি আরও চার মাস দায়িত্বে থাকে, তাহলে বাংলাদেশের বিপক্ষেও হারবে পাকিস্তান।’
কোচ বদলের পাশাপাশি পাকিস্তানের নির্বাচক কমিটিকেও পদত্যাগ করতে বলেছেন বাসিত, ‘নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কীভাবে দল সাজাতে হয়, সেটাই তারা জানে না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত শুধু বাজে সময় যাচ্ছে। এমনকি, টমেটো বিক্রেতাও প্রশ্ন করছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্পিনার নেওয়া হয়নি কেন। কারণ, সে আমাদের নির্বাচকদের চেয়ে ক্রিকেট ভালো বোঝে।’