
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পিএম
মৃত্যু যেখানে অহর্নিশ হানা দেয় বিনা নোটিশে, প্রাণপাত-অশ্রুপাত যেখানে নিত্য অনাহূত অতিথি, সেই গাজার আকাশে রক্তমেঘ, মৃত্তিকায় হাহাকার তোলে স্বজন হারানোর অব্যক্ত বেদনা। কংকালসার চেহারার গাজাকে এখন মৃত্যু উপত্যকা বললে মৃত্যুকে উপহাস করা হবে। ইতোমধ্যে দক্ষিণ গাজা ভূখণ্ডের রাফা অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের নৃশংস, বর্বরোচিত মানবতাবিরোধী আগ্রাসনে গাজা হয়ে উঠেছে নরক। ফিলিস্তিনে ইসরাইলের নারকীয় হামলার প্রতিবাদে সারা বিশ্বের মতো গর্জে উঠেছে বাংলাদেশও। খেলার জগতের মানুষেরাও পাশে দাঁড়িয়েছেন গাজাবাসীর। সংহতি জানিয়েছেন তাদের প্রতি। প্রার্থনা করেছেন, শিগগিরই যেন গাজায় বন্ধ হয় গণহত্যা
‘আমাদের হৃদয়ে আছো তোমরা’
গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ক্রীড়া তারকাদের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় প্রতিদিন প্রাণহানির সংখ্যাহীন ঘটনা ঘটছে। এই নৃশংস হামলার প্রতিবাদে এবং নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সোমবার সারা বিশ্বে পালন করা হয় ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি। তাতে সাড়া দিয়ে কাল সারা বাংলাদেশে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। প্রতিবাদের ঝড় তোলেন। তারা গাজায় ইসরাইলের আগ্রাসন এবং নারকীয় হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক এই প্রতিবাদ কর্মসূচিতে বিশ্বময় সর্বশ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে বাদ যাননি বাংলাদেশের সংস্কৃতি ও ক্রীড়াজগতের তারকারাও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের একটি ফুটবল ম্যাচের ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সব সময়ই তোমরা আমাদের হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।’
এদিকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার পোস্ট করে ক্যাপশনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসাবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক, এই প্রার্থনা।’ ফিলিস্তিনিদের জন্য আল্লাহর সহায়তা চেয়ে পোস্ট দিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফিলিস্তিনের পতাকা পোস্ট করে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষক, সাহায্যকারী, সমর্থক এবং শক্তিদানকারী হোন।’ মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন। হে করিম, হে রহমানুর রহিম, সাহায্য করুন, সাহায্য করুন। হে আল্লাহ আপনি আমাদের রক্ষক। আপনি তাদের রক্ষা করুন এবং তাদের জয়ী করুন, আমিন।’ তিনি ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।