
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
কোচের সঙ্গে দূরত্ব ঘুচছে বিদ্রোহী নারী ফুটবলারদের
প্রায় আড়াই মাস পর বাটলার ও বিদ্রোহী ১৪ ফুটবলার আলোচনার টেবিলে বসেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঢাকায় ফিরেছেন ব্রিটিশ কোচ জেমস বাটলার। ক্যাম্পে যোগ দিচ্ছেন ৩১ ফুটবলারও। সোমবার জিম সেশন হয়েছে জাতীয় নারী ফুটবলারদের। প্রথমদিনের জিম সেশনে অংশ নেননি বিদ্রোহী ফুটবলাররা। আজ কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তাররা কোচ বাটলারের অধীনে অনুশীলন করবেন বলে জানা গেছে। কাল কোচের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিদ্রোহী নারী ফুটবলারদের।
গত জানুয়ারি থেকে বিদ্রোহী ১৮ ফুটবলারকে এড়িয়ে চলছিলেন কোচ। সিনিয়র ফুটবলাররাও কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেননি। দীর্ঘদিন পর বাটলার ও সিনিয়র বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের মধ্যে দূরত্ব ঘুচতে যাচ্ছে। দুপক্ষের মধ্যে বরফ গলতে শুরু করেছে। প্রায় আড়াই মাস পর বাটলার ও বিদ্রোহী ১৪ ফুটবলার আলোচনার টেবিলে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তারসহ বিদ্রোহী ১৪ ফুটবলার। বাকি চারজন ভুটানে গেছেন খেলতে। প্রায় আধঘণ্টার সভায় বাটলার কয়েকজন খেলোয়াড়কে অভিযুক্ত করেন। আন্দোলনের সমালোচনা করেন। বাটলার ফুটবলারদের আগের ঘটনা ভুলে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি নিজেও এ বিষয়টি ভুলে যাবেন বলে জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, বাটলার চান না বিভেদ আরও বাড়ুক। ফুটবলাররাও সব ভুলে সামনের দিনের অনুশীলনে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরই মধ্যে ভুটানের লিগে খেলতে গেছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। মাসুরা পারভীনও যাবেন। ক্যাম্পে এখনো যোগ দেননি ৩৬ ফুটবলারের মধ্যে পাঁচজন। তারা হলেন-কোহাতি কিসকু, স্বপ্না রানী, মুনকি আক্তার, জয়নব বিবি ও অর্পিতা বিশ্বাস। তহুরা খাতুনের বোন অসুস্থ। দু-একদিন পর ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতায় নাম লেখাতে ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
তার আগে ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে আরেকটি ফিফা উইন্ডো পাচ্ছেন মেয়েরা। যেখানে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। পাশাপাশি ১১ থেকে ২১ জুলাই ঢাকায় বসবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। এই টুর্নামেন্টগুলো সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন বাটলার।