
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকে রানে আছেন তানজিদ হাসান। আট ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করা এই বাঁ-হাতি ব্যাটার নবম রাউন্ডে চার-ছক্কার তাণ্ডবে সেঞ্চুরি তুলে নিয়েছেন। সোমবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ চার ও সাত ছক্কায় মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন। বিকেএসপির তিন নম্বর মাঠে জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল ১৩০, তানজিদ করেন ১০৩*। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামেন ৩৩ বছর বয়সি নাসির হোসেন। তার দল জিতেছে আট উইকেটে। বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে চার উইকেটে জিতেছে অগ্রণী ব্যাংক। লিস্ট ‘এ’ ক্রিকেটে তানজিদ কাল চতুর্থ সেঞ্চুরি করেন। প্রায় দুই বছর ও ৪৬ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন ২৪ বছর বয়সি এই ব্যাটার। ২০২৩ সালে ঢাকা লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১০৬ রান করেছিলেন তিনি। ১৮৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। এর আগে মেহেদী হাসানের চার উইকেটে ১৩২ রানে অলআউট হয় পারটেক্স। লিজেন্ডস অব রূপগঞ্জের এটি পঞ্চম জয়। ১১ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে।
এদিকে আইসিসির নিষেধাজ্ঞা মুক্ত নাসির হোসেন কাল মাঠে নামেন দুই বছর পর। নবম রাউন্ডের আগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা গাজী গ্রুপের বিপক্ষে নাসির নিয়েছেন এক উইকেট। গাজী গ্রুপ ১৫৯ রানে অলআউট হয়। জবাবে দুই ওপেনার আবদুল মজিদ (৫৩) ও অমিত মজুমদারের (৭৬) হাফ সেঞ্চুরিতে আট উইকেটে জয় পায় রূপগঞ্জ টাইগার্স। আরেক ম্যাচে অলক কাপালির হাফ সেঞ্চুরিতেও (৫৮) ব্রাদার্স মাত্র ২৩৮ রান করতে পারে। তৈয়বুর রহমান নেন চার উইকেট। ছয় উইকেটের জয় পায় অগ্রণী ব্যাংক। ১২ পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক রয়েছে চতুর্থ স্থানে। হেরেও গাজী গ্রুপ ১২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।