
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ এএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। এদিন তিনি মিরপুরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে বল হাতে ৩১ রানে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১১ বলে মাত্র নয় রান করেন অলরাউন্ডার নাসির। ম্যাচসেরা অমিত মজুমদারের ব্যাটে (৯৮ বলে ৭৬ রান) রূপগঞ্জ টাইগার্স জয়ী হয় আট উইকেটে।
নাসির শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের মে মাসে। ২০২০-২১ আবুধাবি টি ১০ লিগে খেলার সময় এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী আইন ভাঙার দায়ে আইসিসি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। ৭৫০ মার্কিন ডলার মূল্যের একটি নতুন আইফোন ১২ উপহার হিসাবে পাওয়ার বিষয়টি আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানিয়ে আইন ভাঙেন নাসির। তারই শাস্তি পেয়েছিলেন তিনি।
বিসিবি জানায়, নাসিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির বলেন, ‘যার নাম হয়, বদনামও তারই।’
আইসিসি দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গের দায়ে গত বছরের জানুয়ারিতে নাসিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় আইসিসি। ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। বিসিবি জানায়, দুর্নীতিবিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণ করাসহ সব ধরনের শর্ত পূরণ করে ক্রিকেটে ফিরেছেন নাসির। তার ক্যারিয়ার শুরু হয়েছিল সম্ভাবনা নিয়ে। বিতর্কে মাঠের পারফরম্যান্স ভুলে যান। একসময় জাতীয় দল থেকে বাদ পড়েন। খেলায় ফিরলেও তার কথাবার্তায় কোনো পরিবর্তন নেই। তিনি বলেন, ‘দেড় বছর বাইরে ছিলাম। ভালো ছিলাম। খেলা মিস করেছি ঠিক আছে। পরিবারের সঙ্গে ছিলাম।’ নিজের বিতর্কিত ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বলেন, ‘যার নাম আছে, তার বদনামও আছে।’
জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন খারাপ খেলার কারণে। এবার তাকে নিতে চেয়েছিল আবাহনী-মোহামেডানের মতো দল। বাজে পারফরম্যান্স ও মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ডের কথা স্বীকার না করে নাসির দোষ দিলেন নির্বাচকদের। তিনি বলেন, ‘দুই বছর পরপর নির্বাচক প্যানেল বদলায়। আমার চোখে কিন্তু সবাইকে সমান ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। তাদের চোখে যাকে ভালো লাগবে তারাই তো দলে থাকবে।’ আপনাকে কি সুযোগ দেওয়া হয়নি, ‘হতে পারে। আমার কাছে তা-ই মনে হয়।’