
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হলেন জেমস প্যামেন্ট। ইংল্যান্ডে জন্ম ৫৬ বছর বয়সি এই কোচ স্থায়ী আবাস গড়েছেন নিউজিল্যান্ডে। এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। নিউজিল্যান্ডে অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলেছেন জেমস। এছাড়া ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।
সবশেষ জেমস কাজ করেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ হিসাবে। ২০১৮ সালে তিনি যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এছাড়া নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ ছিলেন পাঁচ বছর। নিউজিল্যান্ডে হাইপারফরম্যান্স কোচ ও জাতীয় দলের সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন। জেমস নিউজিল্যান্ড ‘এ’ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের জন্য ফিল্ডিং রিসোর্স কোচ এবং বিশেষজ্ঞ টেকনিক্যাল উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন। যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবেও কাজ করেছেন। চুক্তি সই করার পর জেমস বলেন, ‘প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় এবং ব্যাকরুম স্টাফদের সঙ্গে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’