
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম
মেসির এক গোলে মিয়ামির এক পয়েন্ট
বিরতির বাঁশি বাজার আগে বাঁ পায়ের ভলিতে মিয়ামিকে সমতায় ফেরান মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
অনেকদিন পর প্রথম পছন্দের পুরো দলকে একসঙ্গে শুরুর একাদশে নামাতে পেরেছিলেন ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস, জর্দি আলবারা সবাই ছিলেন। ঘরের মাঠে এমন নক্ষত্রখচিত দল নিয়েও তারা জিততে পারেনি পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে। বাংলাদেশ সময় সোমবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। পিছিয়ে পড়া মিয়ামিকে দারুণ এক গোলে সমতায় ফিরিয়ে এক পয়েন্ট এনে দেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৮৫৬। এর মধ্যে মিয়ামির জার্সিতে করেছেন ৪০ গোল।
একের পর এক সুযোগ হারিয়ে মিয়ামি জিততে না পারলেও দুর্দান্ত খেলেছেন মেসি। তার একটি গোল বাতিল হয় ফাউলের কারণে। মিয়ামির আরেকটি গোল কাটা পড়ে অফসাইডে। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রথমে টরন্টোকে এগিয়ে দিয়েছিলেন সাবেক জুভেন্টাস তারকা ফেদেরিকো বের্নারদেস্কি। বিরতির বাঁশি বাজার আগে বাঁ পায়ের ভলিতে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি। এই ড্রয়ে ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চূড়া থেকে দুইয়ে নেমে গেছে মিয়ামি। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।