
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৩:২৮ এএম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
দুজনের একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘুরছে, সেই সঙ্গে উড়ছে গুজবের ফানুস। সেই গুঞ্জন উসকে দিয়েছে মালাইকা আরোরার একটি পোস্ট। তাতে লেখা-‘স্ট্রং টুমোরো’। ছবি ও পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, ওরা ডেটিং করছেন। ওরা মানে, মালাইকা আরোরা ও কুমার সাঙ্গাকারা। পরের নামটা দেখে চমকে উঠেছেন। ওঠারই কথা। তা এই গুজবের উৎস কোথায়। আলোর সঙ্গে প্রদীপ থেকে ধোঁয়াও ওঠে। এখানেও তেমনি আলো ও ধোঁয়া দুই-ই আছে।
ভারতের গণমাধ্যম দ্য শিলং টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি গোয়াহাটিতে ৪৭ বছর বয়সি সাঙ্গাকারার সঙ্গে আইপিএলের একটি ম্যাচ উপভোগ করতে দেখা গেছে ৫১ বছরের মালাইকাকে। বলিউডের লাস্যময়ী অভিনেত্রী মালাইকাকে এ সময় যথেষ্ট উৎফুল্ল দেখা গেছে। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের সাবেক কোচ শ্রীলংকান লিজেন্ড সাঙ্গাকারা। রাজস্থানকে সমর্থন জানাতে এদিন গ্যালারিতে হাজির ছিলেন এই সাবেক লংকান কিপার-ব্যাটার। তার সঙ্গে ‘ছাইয়া ছাইয়া’খ্যাত নৃত্যপটিয়সী মালাইকাকে দেখে চোখ ছানাবড়া অনেকের। ভক্তরা ধরে নেন, দুজন ডেটিং করছেন।
এই গুঞ্জনের মধ্যে সালমান খানের সাবেক ভাবি মালাইকা নিজের যোগব্যায়ামের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন-আজকের দিনটা ‘কালশিটে’। কালকের দিনটা হবে ‘স্ট্রং’। বলিউড বাসিন্দাদের বিশ্বখ্যাত ক্রিকেটারদের ঘনিষ্ঠ হওয়া নতুন কিছু নয়। এ রকম নজির রয়েছে ভূরি ভূরি। তবে মালাইকার সঙ্গে বসে সাঙ্গাকারার খেলা দেখাটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই হলেও দুজনের ‘এক’ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য চুকিয়ে মালাইকা এখন ‘সিঙ্গেল’। এদিকে সাঙ্গাকারা ক্লাস ফাঁকি দিয়ে যার সঙ্গে দেখা করতেন, কৈশোরের সেই বান্ধবী ইয়েহালিকে বিয়ে করে সুখের সংসার করছেন।