Logo
Logo
×

খেলা

একমাত্র প্রস্তুতি ম্যাচ

রুগন ব্যাটিং বড় হারে অশনিসংকেত

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুবাই যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের আগে সোমবার দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে বেরিয়ে এলো বাংলাদেশের ব্যাটিংয়ের রুগ্ণদশা। শাহিনস নামে পরিচিত পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৪০ ওভারও টিকতে পারলেন না নাজমুলরা। আগে ব্যাট করে ৩৮.২ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফিফটি পাননি কেউ। সর্বোচ্চ ৪৪ রান চারে নামা মেহেদী হাসান মিরাজের। সৌম্য সরকার ৩৫, তানজিম হাসান ৩০ ও তাওহিদ হৃদয় ২০ রান। অধিনায়ক নাজমুল ১২ ও মুশফিকুর রহিম আউট হন সাত রানে। লেগ-স্পিনার উসামা মীর ৪৩ রানে নেন চার উইকেট। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসানের বিদায়ে পথ হারায় বাংলাদেশ। এরপর দুটি জুটি সম্ভাবনা জাগালেও গতি পায়নি বাংলাদেশের ইনিংস।

জবাবে ১৫ ওভারেরও বেশি হাতে রেখে স্বাগতিকরা জয়ী হয় সাত উইকেটে। বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেন। শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৬২ বলে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস। অপরাজিত ৬৫ রান মুবাসির খানের। দলের সবাই ব্যাট ও বল করতে পারবেন (আউট হবেন সর্বোচ্চ ১০ ব্যাটার), এমন ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন ব্যাট করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম