Logo
Logo
×

খেলা

বক্সিংয়ে মেহেদী ও সামিয়া সেরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারুণ্যের উৎসবে বক্সিংয়ে মেহেদী হাসান ও সামিয়া আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন। মঙ্গলবার রাজশাহী জেলা জিমনেশিয়ামে অনুষ্ঠিত খেলায় বালিকাদের ৩৪ কেজি ওজন শ্রেণিতে সামিয়া মোসাম্মত তন্নীকে হারিয়ে স্বর্ণপদক জেতেন। বালক যুব বিভাগের ৬০ কেজি ওজন শ্রেণিতে মেহেদী হাসান শফিকুল ইসলামকে হারিয়ে স্বর্ণ পান। দিনব্যাপী টুর্নামেন্টে স্কুল, জুনিয়র ও যুব-এই তিন বিভাগে ১০টি ইভেন্টে ৬০ জন খুদে ও যুব বক্সাররা অংশ নেয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘উৎসব-আনন্দের মধ্য দিয়ে ছেলে-মেয়েরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।’

কুস্তিতে আনসার চ্যাম্পিয়ন তারুণ্যের উৎসবে দিনভর কুস্তির ছেলে ও মেয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। সোমবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মেয়েদের বিভাগে ১০টি স্বর্ণ জিতে সেরা হয় আনসার। সাতটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ পুলিশ। ছেলেদের বিভাগে সাতটি স্বর্ণ, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে সেরা হয় আনসার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম