Logo
Logo
×

খেলা

সাবিনাদের হাতে বিসিবির ২০ লাখ টাকা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছিল। বুধবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও ছিলেন টিম ম্যানেজার মাহমুদা আক্তার এবং বিসিবির পরিচালক ফাহিম সিনহা ও নাজমুল আবেদীন ফাহিম। ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে, আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশি হিসাবে আমরা অনেক বেশি গর্বিত। আরও বেশি খুশি কারণ, টানা দুবার চ্যাম্পিয়ন হতে পেরেছে। মেয়েদের দল আমাদের গর্বিত করেছে, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করব, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরও এগিয়ে যাবে।’ অধিনায়ক সাবিনা খাতুন বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সব পরিচালককে, বিশেষ করে বোর্ড সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিল, এবারও তারা আছেন। ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সব সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে অনুপ্রাণিত করে সেটি আমাদের জন্য আনন্দের।’ গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা-সানজিদাদের ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল ক্রিকেট বোর্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম