প্রথমদিন বরিশাল-রাজশাহী রংপুর ও ঢাকা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল। দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। আর সাড়ে ৬টায় শুরু হবে সন্ধ্যার ম্যাচ। শুক্রবার দিনের ম্যাচ দুপুর ২টায় এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে ৭টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার সাত দলের এই ফ্র্যাঞ্চাইজি টি ২০ টুর্নামেন্টের ফিকশ্চার ঘোষণা করেছে। ৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের ১১তম আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রুপপর্বের প্রথম আট ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টুর্নামেন্টের সাত দল হলো-ঢাকা ক্যাপিটাল, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। গতকাল মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, এবারের বিপিএলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। ক্রিকেট সংশ্লিষ্টদের আশা, ১১তম আসর অন্য মাত্রা পাবে। এ ছাড়া টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের সম্প্রচার, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিপিএল ঢাকা থেকে শুরু হয়ে সিলেট ও চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরে শেষ হবে।
গ্রুপপর্বের প্রথম আট ম্যাচ হবে মিরপুরে। এরপর যাবে সিলেট। সেখানে গ্রুপপর্বের ১২ ম্যাচ খেলবে দলগুলো। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ থেকে ১৩ জানুয়ারি। চট্টগ্রামে ১৬ থেকে ২৩ জানুয়ারি ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুরে। এলিমিনেটর ৩ ফেব্রুয়ারি।
একইদিন রাতে প্রথম কোয়ালিফায়ার রয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি ফাইনাল।