Logo
Logo
×

খেলা

সাকিবের শূন্যতা পূরণের চ্যালেঞ্জ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাকিব আল হাসান না থাকা মানে একই সঙ্গে একজন ব্যাটার ও বোলারকে হারানো। টি ২০ থেকে এই চ্যাম্পিয়ন অলরাউন্ডারের অবসরের পর প্রথমবার এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। আজ গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি ২০তে সাকিবের শূন্যতা পূরণের চ্যালেঞ্জ নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে দলকে। শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ও জানালেন সাকিবের শূন্যতা পূরণের আহ্বান। তাওহিদ হৃদয় বলেন, ‘সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

টি ২০ র‌্যাংকিংয়ের এক নম্বর দল ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের দল অনেক ভালো। আমাদের দলের যে ক্ষমতা রয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে যে কোনো জায়গায় ভালো করা সম্ভব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে।’ ২০২৬ টি ২০ বিশ্বকাপে চোখ রেখে এগোচ্ছে বাংলাদেশ। এই সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নেওয়া শুরু করবে দল। তাওহিদ বলেন, ‘আমরা জেতার জন্যই খেলব। আমাদের লক্ষ্য আছে যাতে সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। ধামাকা ক্রিকেট খেলার মতো কিছু চিন্তা করছি না। ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো খেলা যায় সেই চেষ্টা করব।’ তিনি বলেন, ‘তাদের হারানোর সুযোগ আছে আমাদের। টি ২০ ক্রিকেটে বড় দল, ছোট দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তারা জিতবে।’

এদিকে গোয়ালিয়রের উইকেট রানপ্রসবা হবে বলে মনে করা হলেও তাওহিদ বলেন, ‘আমরা দুদিন অনুশীলন করেছি। উইকেট কিছুটা মন্থর, সঙ্গে নিচু বাউন্সের। আমরা কিছু তথ্য নিয়েছি। এছাড়া ঘরোয়া ক্রিকেটের ম্যাচও দেখেছি। মনে হচ্ছে উইকেট মন্থর হবে।’

হেড-টু-হেড

ম্যাচ বাংলাদেশ জয়ী ভারত জয়ী

১৪ ১ ১৩

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম