Logo
Logo
×

খেলা

বিপিএলের রোডম্যাপ নিয়ে আলোচনা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে ২৭ ডিসেম্বর। তবে আসরের কার্যক্রম কীভাবে শুরু হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। সেই রোডম্যাপ নিয়ে আলোচনা করতে শনিবার এবারের আসরের সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিল বিসিবি। আগের আসরের চার ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল থাকছে। তাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম ও রাজশাহী যুক্ত হচ্ছে। কাল বিসিবি সভাপতির সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কারণ ছিল তাদের দাবি-দাওয়া জানা।

ড্রাফটের আগেই খেলোয়াড় নেওয়া, খেলোয়াড়দের পাওয়া, সরাসরি খেলোয়াড় নেওয়া, গ্রেডিং পদ্ধতি চূড়ান্ত করাই ছিল আলোচনার মূল লক্ষ্য। এর মধ্যে গ্রেডিং পদ্ধতি ঠিক করার কাজ করছেন জাতীয় নির্বাচক কমিটি। বাকি কাজ বিপিএল গভর্নিং কাউন্সিল করছে। গত আসর থেকে খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে অনেকেই তিনজন ধরে রাখার দাবি জানিয়েছেন, নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো একজনের কথা বলেছে। আলোচনা শেষে রিমার্ক হ্যারলানের প্রতিনিধি ও ঢাকা দলের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ বলেন, ‘বিসিবি চিন্তা করেছিল যাদের আগে দল আছে তারা দুজন খেলোয়াড় রাখতে পারবে। একজন সরাসরি চুক্তি করতে পারবে। আর নতুনরা সরাসরি তিনজন খেলোয়াড় দলে নিতে পারবে। অন্য ফ্র্যাঞ্চাইজিরা এর কিছুটা বিরোধিতা করেছে। এজন্য নির্দেশনা চূড়ান্ত হয়নি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম